Bangla Jago Desk: রোনাল্ডোর বিশ্বকাপ জয়ের ক্ষীন হলেও সম্ভাবনা একদম শেষ হয়ে যায়নি। এখন থেকে এক বছর দশ মাস পর যুক্তরাষ্ট্রে, কানাডা ও মেক্সিকোয় বসতে চলেছে ২০২৬ বিশ্বকাপের আসর। ফর্ম ও ফিটনেস ধরে রাখতে পারলে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ তারকা পরবর্তী বিশ্বকাপে খেলতে চান। ক্রোয়েশিয়ার বিপক্ষে উয়েফা নেশনস লিগে জিতে ২-১ ব্যবধানে পর্তুগালের জয়ের পর সাংবাদিকদের প্রশ্নে রোনাল্ডো বলেন, ‘পর্তুগালের হয়ে একটা ইউরো (চ্যাম্পিয়নশিপ) জেতা বিশ্বকাপ জয়ের সমান।
পর্তুগালের হয়ে আমি দুটি ট্রফি জিতেছি, যা সত্যিই চেয়েছিলাম।’ প্রসঙ্গত, পর্তুগাল ২০১৬ সালে রোনাল্ডোর নেতৃত্বে ইউরোয় চ্যাম্পিয়ন হয়, যা ছিল পর্তুগাল ফুটবল দলের প্রথম ট্রফি। ২০১৯ সালে উয়েফা নেশনস লিগে ট্রফি জেতে পর্তুগাল। এখন পর্যন্ত শীর্ষ স্তরের ফুটবলে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৩৩টি ট্রফি জিতেছেন সিআরসেভেন।
সেখানে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মেসি জিতেছেন রেকর্ড ৪৫টি ট্রফি। তবে মেসির চেয়ে ৬২ গোল বেশি করেছেন রোনাল্ডো। ৯০০তম গোলের মাইলফলক ছোঁয়া নিয়ে রোনাল্ডো বলেছেন, ‘এসব আমাকে অনুপ্রাণিত করে না। আমি ফুটবল খেলাটি উপভোগ করি। আর সেটাই আমাকে অনুপ্রেরণা জোগায়। রেকর্ডগুলো খেলার সঙ্গেই তৈরি হয়। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’