ad
ad

Breaking News

দক্ষিণ আফ্রিকার সিরিজে নেই বিরাট ।

দক্ষিণ আফ্রিকার সিরিজে নেই বিরাট ।

Bangla Jago Desk : দক্ষিণ আফ্রিকার সিরিজে নেই বিরাট । বিশ্রামে রয়েছেন । এদিকে ২০ ওভারের টি টোয়েন্টি রয়েছে । সেই ম্যাচে কি খেলবেন কোহলি । জল্পণা চলছে তিনি খেলবেন না । তাহলে কি  কিং কোহলি কি বড় ধাক্কা দিলেন সমর্থকদের ? বিসিসিআই এর অন্দরে চলছে জল্পণা । ভারত বিশ্বকাপ হেরে যাওয়ার পর থেকেই ক্রিকেট […]

Bangla Jago Desk : দক্ষিণ আফ্রিকার সিরিজে নেই বিরাট । বিশ্রামে রয়েছেন । এদিকে ২০ ওভারের টি টোয়েন্টি রয়েছে । সেই ম্যাচে কি খেলবেন কোহলি । জল্পণা চলছে তিনি খেলবেন না । তাহলে কি  কিং কোহলি কি বড় ধাক্কা দিলেন সমর্থকদের ? বিসিসিআই এর অন্দরে চলছে জল্পণা ।

ভারত বিশ্বকাপ হেরে যাওয়ার পর থেকেই ক্রিকেট থেকে দূরত্ব বজায় রেখেছেন বিরাট কোহলি। বর্তমানে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে টি-টোয়েন্টি সিরিজ খেলা হলেও বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছিল, যার কারণে তিনি এই সিরিজের অংশ নন। এবার ভক্তদের আরও একটি ধাক্কা দিলেন বিরাট কোহলি। এবার বিসিসিআই এর তরফে কোহলির সঙ্গে কথা বলা হবে বলেই জানা গেছে ।  দেশবাসী বিশ্বকাপে বিরাটের বিরাট পারফরম্যান্স দেখেছে ।  বিশ্বকাপে ভারতের যে এগিয়ে যাওয়া তা তার নেপথ্যে অন্যতম রয়েছেন বিরাট কোহলি ।

১০-এ ১০ করেছিল টিম ইন্ডিয়া।  সেমিফাইনাল পর্যন্ত এগিয়ে যাওয়ার পিছনে তাদের তাদের ভূমিকি রয়েছে তাদের অন্যতম বিরাট । বিরাটের  ‘আইকন’ শচীন তেণ্ডুলকরকে ছুঁয়ে করেছিলেন একদিনের ক্রিকেটে ৪৯ তম শতরান।     সেখানেই থেমে থাকেননি । তার পর  ওয়াংখেড়  স্টেডিয়ামের সেই ম্যাচে বিরাট তাঁর একদিনের ক্রিকেটে সর্বাধিক ৫০তম শতরান করেন ।বিশ্বকাপ শেষ হওয়ার পর আপাতত বিশ্রামে রয়েছেন বিরাট কোহলি সহ ভাতীয় দলের অন্যান্য সিনিয়র ক্রিকেটাররা। বিরাট ও বিশ্রামে রয়েছেন । বিরাট রয়েছেন লন্ডনে । সেখান থেকে ফেরার পর বিসিসিআই কর্তারা তার সঙ্গে কথা বলবেন । এর আগে ২০২২ সালের   টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের  বিরুদ্ধে বিরাটকে দেখা গিয়েছিল । তার পর থেকে আর ২০ ওভারে দেখা যায়নি বিরাটকে । সামনের বছর জুনে মে ম্যাচ রয়েছে সেখানে তাকে দেখা যাবে না বলেই জল্পণা চলছে । যদিও বোর্ড কর্তারা কথা বলে বোঝাবেন তাকে ।