চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: ঘরের মাঠে সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দূরন্ত পারফরম্যান্স করেছিলেন স্পিনার বরুণ চক্রবর্তী। এবার তিনটি একদিনের সিরিজ খেলবে ভারত। সেই দলে বরুণ ছিলেন না। কিন্তু সোমবার নাগপুরে অনুষ্ঠিত জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেন বরুণ-ও। কেননা একদিনের সিরিজে যে ভারতীয় দল খেলবে, সেই দলই খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। বিশ্রামে থাকার জন্য বাটলার বিরুদ্ধে একদিনের সিরিজে দলে নেই যশপ্রীত বুমরা। চোটের কারণে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি সুস্থ হয়ে উঠলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সঙ্গে সরাসরি যোগ দেবেন।
তবে একদিনের সিরিজে প্রথমে দলে না থেকেও ফের স্পিনার বরুণ চক্রবর্তী দলের অনুশীলনে যোগ দেওয়ায় অনেকেই মনে করছেন যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে হয়ত বরুণকে দলে রেখেই পরিকল্পনা করছেন টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের ম্যাচেই তাঁর কাছে অ্যাসিড টেস্ট। যদি সেই সুযোগ কাজে লাগাতে পারেন কেকেআর স্পিনার, তাহলে হয়ত ভাগ্য খুলে যেতে পারে বরুণের সামনে। কেননা ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বরুণ পাঁচ ম্যাচে ঝুলিতে পুড়েছেন মোট ১৪টি উইকেট। এখন দেখা যাক শেষ পর্যন্ত বরুণের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হয় কি না!
এদিকে বরুণকে একদিনের সিরিজে দলে রাখা উচিত বলে মন্তব্য করেছেন প্রাক্তন জাতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এক সাক্ষাৎকারে অশ্বিন জানান, ‘বরুণকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে নেওয়ার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে রেখে খেলানো উচিত। আমি আশাবাদী বরুণ হয়তো একদিনের সিরিজে ভারতীয় দলে সুযোগ পাবে।’
এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণের খেলা নিয়ে মন্তব্য করতে গিয়ে অশ্বিন জানান, ‘অনেকেই বলছেন বরুণকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে নেওয়া উচিত। আমিও তাঁদের সঙ্গে পুরোপুরি একমত। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী দলগুলি প্রত্যেকেই তাদের খেলোয়াড়দের নামের যে তালিকা প্রকাশ করেছে তা চূড়ান্ত দল নয়। কাজেই এখনও সময় আছে বরুণের নাম দলে অন্তর্ভূক্তি করানোর। কিন্তু আবারও বলছি বরুণকে তার আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে সুযোগ দিতে হবে।’
সবশেষে বরুণকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হওয়ার জন্য ধন্যবাদ জানাতেও ভুললেন না অশ্বিন। বরুণের প্রশংসা করে তিনি অশ্বিন জানান, ‘আমি আশা করব, বরুণ ভবিষ্যতে আরও বড় ক্রিকেটার হিসাবে নিজেকে মেলে ধরবেন।’