ad
ad

Breaking News

Varun Chakravarthy

Varun Chakravarthy: ভবিষ্যতে তিন ফরম্যাটেই জাতীয় দলের হয়ে খেলতে চান বরুণ

বরুণের এই ফরম্যাটের ম্যাচে দলে জায়গা না পাওয়ায় যথেষ্ট হতাশ হয়েছেন অনেকেই।

Varun Chakravarthy Dropped from ODI Squad vs Australia

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আগামী ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম ইন্ডিয়া প্রথম একদিনের ম্যাচ খেলবে। তিন ম্যাচের এই সিরিজে দলে জায়গা পাননি স্পিনার বরুণ চক্রবর্তী। বরুণের এই ফরম্যাটের ম্যাচে দলে জায়গা না পাওয়ায় যথেষ্ট হতাশ হয়েছেন অনেকেই। কেননা বরুণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জাতীয় দলের হয়ে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। এরপর নিজের অজিদের বিপক্ষে বাদ পড়া নিয়ে মুখ খুললেন তামিলনাড়ুর এই স্পিনার (Varun Chakravarthy)।

মঙ্গলবার মুম্বইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বরুণ বলেন, ‘আমি আশা করি জাতীয় দলের জার্সি গায়ে প্রতিটা ম্যাচ খেলার ব্যাপারেই দারুণ আশাবাদী। কিন্তু আমাকে দলে রাখা হবে কি না, সেই ব্যাপারটি পুরোপুরি নির্ভর করে নির্বাচকদের ওপর। তাঁরা নিশ্চয়ই ভেবেছেন, অস্ট্রেলিয়ায় যে পিচে খেলা হবে, সেখানে তিন স্পিনার যেহেতু দলে নেওয়া হয়েছে, কাজেই আমার খেলার সুযোগটা কম। এমনকি ম্যাচের সংখ্যা কম হওয়ার ফলে দলে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগটাও তেমন নেই। সে-কারণেই হয়ত আমাকে একদিনের দলে নেওয়া হয়নি।’

আরও পড়ুনঃ Starmer Visit: প্রথম ভারত সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার! মুম্বইয়ে উষ্ণ অভ্যর্থনা

বরুণের আরও সংযোজন, ‘একদিনের দলে সুযোগ না পাওয়ার পর আমার অনেক কিছুই ভাবনা হতে পারে, কিন্তু এটা মাথায় রাখতে হবে আমাদের অনুভূতির সঙ্গে পিচের অনুভূতি সম্পূর্ণ ভিন্ন। কেননা এখানে একটা জিনিষই বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়, সেটা দলের সাফল্য। এবং এই সাফল্য পেতে গেলে খেলোয়াড়দের পাশাপাশি টিম ম্যানেজমেন্টের বন্ডিং থাকা অত্যন্ত জরুরি (Varun Chakravarthy)।’

বরুণ মূলত বোলার হলেও তাঁকে ব্যাটিংয়ের ক্ষেত্রেও উন্নতির বিষয়ে পরামর্শ দিয়েছিলেন দলের কোচ গৌতম গম্ভীর। সেই প্রসঙ্গে বরুণ জানান, ‘গৌতি আমাকে ব্যাটিংয়েও যাতে আমি উন্নতি করতে পারি তার পরামর্শ দিয়েছিলেন। এটার অন্যতম কারণই হল, যাতে আমি একদিনের দলে  নিজের জায়গাটা পাকা করে ফেলতে পারি। এবং ব্যাটিংয়ের উন্নতির জন্য তিনি চান আমি যাতে ঘরোয়া টুর্নামেন্টগুলিতে ওপরের দিকে ব্যাটিং করি (Varun Chakravarthy)।’

Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial

প্রসঙ্গত বরুণ সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতের জার্সি গায়ে মোট সাতটি উইকেট দখল করেছেন। পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচেও জয়ের ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল (Varun Chakravarthy)।

এদিকে বরুণকে কেন একদিনের সিরিজে দলে রাখা হয়নি তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দল নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর জানিয়েছিলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজে দলে তিন স্পিনার যথেষ্ট। এর বেশি আর স্পিনার নেওয়ার দরকার নেই। কেননা সেই সিরিজে আমাদের কাছে দলে পরীক্ষা-নিরীক্ষা করার সুযোগও কম রয়েছে। সুতরাং অতিরিক্ত স্পিনার নিয়ে কোনও লাভ নেই।’