ad
ad

Breaking News

Vaibhav Suryavanshi

Vaibhav Suryavanshi: আইপিএর পরও জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে জাদু বৈভবের

ভারতের সিনিয়র দলের পাশাপাশি অনুর্ধ্ব-১৯ দলও এবার যাবে ইংল্যান্ড সফরে।

vaibhav suryavanshi 190 u19 england tour prep

চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স

Bangla Jago Desk: চলতি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের হয়ে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। শুভমন গিলদের দল গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে এসেছিল সমস্তিপুরের এই প্রতিভাবান ক্রিকেটার। সেই পারফরম্যান্সের ছোঁয়াই বৈভবের ব্যাটে ফের দেখা গেল। তবে এবার রাজস্থানের জার্সিতে নয়, অনুর্ধ্ব-১৯ জাতীয় দলের একটি প্রস্তুতি ম্যাচে।

[আরও পড়ুনঃ Bhangar Child Prodigy: মাত্র দু বছরেই ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে’ নাম ভাঙড়ের খুদের]

বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই ম্যাচে বৈভব করে ১৯০ রান। তবে যে বল খেলে এই রান করেছে বৈভব তা শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে সকলের। মাত্র ৯০টি বল খেলেই এত বড় রানের একটা ইনিংস খেলেছে সে। তবে আইপিএল-এ শতরান পেলেও এই ম্যাচে অল্পের জন্য তাঁর হাতছাড়া হল ডবল সেঞ্চুরির সুযোগ।

ভারতের সিনিয়র দলের পাশাপাশি অনুর্ধ্ব-১৯ দলও এবার যাবে ইংল্যান্ড সফরে। ২৪ জুন থেকে শুরু হবে ওই সিরিজ। সেখানে গিয়ে পাঁচটি একদিনের ম্যাচ ও দুটি চারদিনের ম্যাচ খেলবে ভারতের ছোটরা। সেই দলে সুযোগ পেয়েছে বৈভব-ও। কাজেই ইংল্যান্ড সফরের আগে তাঁর এই পারফরম্যান্স গোটা দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের পাশাপাশি নেটিজেনরা-ও।

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]

প্রসঙ্গত, কিছুদিন আগেই বৈভব তাঁর আগামী দিনের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন। আইপিএল-র ওয়েব সাইটকে দেওয়া সাক্ষাৎকারে বৈভব (Vaibhav Suryavanshi) জানিয়েছিলেন, ‘আইপিএল থেকে অনেক কিছু শেখেছি। যে ভুলগুলো চলতি বছরে হয়েছে, আগামী বছর যেটা যাতে না হয়, সেই দিকে বিশেষ লক্ষ্য রাখব। তার জন্য পরিশ্রম-ও করব।’