ad
ad

Breaking News

CAB

শুরু হল সিএবি পরিচালিত অনুর্ধ-১৬ মহিলা স্কুল টুর্নামেন্ট

প্রথম এমন টুর্নামেন্টের আয়োজন করল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা

Under-16 Girls School Tournament organized by CAB has started

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : মঙ্গলবার থেকে শুরু হল সিএবি পরিচালিত অনুর্ধ-১৬ একদিনের মহিলা স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। এবারই প্রথম এমন টুর্নামেন্টের আয়োজন করল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা। রাজস্থান মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিষ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন জাতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী সহ সিএবির জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস, কোষাধক্ষ্য প্রবীর চক্রবর্তী, টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সঞ্জয় দাস সহ সিএবির অন্যান্ঠ কর্তারা। চলতি বছরের এই স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং লিগ-কাম নকআউট পদ্ধতিতে এবারের টুর্নামেন্টের খেলাগুলি অনুষ্ঠিত হবে। এরপর দুটি গ্রুপের শীর্ষে থাকা দুই দল খেলার যোগ্যতা অর্জন করবে সেমিফাইনালে।

[ আরও পড়ুনঃসাবধান! ক্যান্ডি ক্রাশ-টিন্ডারের মতো অ্যাপেও লুকিয়ে হ্যাকিংয়ের ফাঁদ] 

এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিষ গঙ্গোপাধ্যায় জানান, ‘ আগামী দিনে মহিলাদের ক্রিকেটের উন্নতির জন্য এই টুর্নামেন্ট বিশেষ ভূমিকা গ্রহণ করতে সক্ষম হবে। এবারের স্কুল টুর্নামেন্ট প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে। আমি অত্যন্ত আনন্দিত এই টুর্নামেন্ট শুধু জুনিয়র ক্রিকেটারদেরই নয়, সিনিয়ারদেরও দারুণভাবে উৎসাহিত করবে।’

এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন জাতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী জানান, ‘আমি অত্যন্ত আনন্দিত। এই টুর্নামেন্ট বাংলার মহিলা ক্রিকেটে এক নতুন দিগন্ত খুলে দিল। আগামী দিনে বাংলার বহু প্রতিভাবান খেলোয়াড় এখান থেকেই উঠে আসবেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি স্কুল দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। এবং পাশাপাশি সিএবি কর্তাদের কাছে অনুরোধ জানাই, অনুর্ধ-১৬ এবং অনুর্ধ-২৩ খেলোয়াড়দের নিয়েও যাতে এইরকম নকআউট টুর্নামেন্টের আয়োজন করা হয়।’