চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: সুদীপ্ত ভট্টাচার্য: পরিশ্রম করলে আজ নয় তো কাল ফল ঠিক পাওয়া যাবে। নীরজ তার জ্বলন্ত উদাহরণ। শুক্রবার দোহাতে ডায়মন্ড লিগের মঞ্চে ভাইপো নীরজের সাফল্যে এই কথাগুলিই অকপটে বললেন তাঁর কাকা ভীম চোপড়া।
গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ গোটা হরিয়ানা এখন জ্বলছে পানিপথের খানদ্রা গ্রাম-ও। তবুও শনিবার সকাল থেকেই গ্রামের মানুষ আনন্দে মেতে উঠেছেন। আর কাকা হিসেবে তাঁদের সঙ্গে আনন্দে সামিল ভীম চোপড়াও। হোক না গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ। তাতে কি! আমাদের নীরজ তো আজ রেকর্ড গড়েছে, কাজেই আমরা আজ সারাদিন আনন্দ করবো। মোবাইল ফোনের ও প্রান্ত থেকে এই কথাগুলিই এক নিঃশ্বাসে বলে গেলেন ভীম।
ভাইপো নীরজের সাফল্য নিয়ে মাত্র দু-একটা কথা বলতেই নীরজের কাকা বলেন, ‘নীরজের এই সাফল্য শুধু হরিয়ানা বা আমাদের পরিবারকে গর্বিত করেনি। গর্বিত করেছে গোটা ভারতকে। কাশ্মীর থেকে কন্যাকমুরীকা পর্যন্ত সমস্ত ভারতবাসী আজ নীরজের সাফল্যে আনন্দে আত্মহারা। তবে সাফল্য পেতে গেলে পরিশ্রমই একমাত্র বিকল্প পথ, নীরজ তা ফের একবার প্রমাণ করে দিল। বিশ্বাস করুন, নীরজ যেভাবে নিজেকে প্রতিনিয়ত উন্নত করার জন্য পরিশ্রম করত, তা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না। ওর একটাই লক্ষ্য ছিল ৯০ মিটারের ওপর জ্যাভলিন ওকে থ্রো করতেই হবে। তার জন্য যত পরিশ্রম করতে হয় করবো। হ্যাঁ আজ আমার ভাইপো সেটা করে দেখিয়েছে।’
পানিপথের মানুষ তো তাহলে এখন নীরজের আনন্দে মাতোয়ারা! ‘দাদা না দেখলে বিশ্বাস করবেন না, গ্রামের সবাই খুব খুশি, সবাই নীরজের প্রশংসায় পঞ্চমুখ। নীরজ যেভাবে আমাদের দেশের পতাকাকে তুলে ধরছে তার জন্য আমরা সবাই আনন্দিত। আমাদের নীরজ আরও এগিয়ে চলুক। এটাই তো আমরা চাই।’