ad
ad

Breaking News

Euro cup 2024

Euro cup 2024: রেফারিং নিয়ে বিভ্রান্তি এড়াতে ইউরো কাপে উদ্যোগী উয়েফা

গত মাসেই উয়েফা জানিয়েছিল যে, রেফারির কোনও সিদ্ধান্ত প্রয়োজনে অধিনায়কদের কাছে ব্যাখ্যা করা হবে বিস্তারিতভাবে

UEFA takes initiative in Euro Cup to avoid confusion about refereeing

ছবি : সংগৃহীত

Bangla Jago Desk : বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে গোল বিতর্ক নিয়ে কম জল ঘোলা হয়নি। ভারতের বিরুদ্ধে কাতারের প্রথম গোল নিয়ে বিতর্ক দানাবাধে। ফিফা কেন এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি রাখে না, তা নিয়ে উঠেছে বিস্তর প্রশ্ন। VAR প্রযুক্তির ব্যবহারে এবার ইউরো কাপে উয়েফা যে বৈপ্লবিক পদক্ষেপ করতে চলেছে তা ভবিষ্যতে অন্য কোনও টুর্নামেন্টেও দেখা যেতেই পারে। কোনও সিদ্ধান্ত নিয়ে সংশয় থাকলে দেখা যায় রেফারি সাইডলাইনের ধারে নির্দিষ্ট জায়গায় ছুটে যান। গিয়ে দেখেন নানা অ্যাঙ্গেলের রিপ্লে-সহ ফুটেজ। তারপর হয় সিদ্ধান্তে অটল থাকেন, নয়তো নয়া নির্দেশ দেন। যাঁরা টিভি বা অ্যাপে খেলা দেখেন, তাঁরা VAR-এর ফুটেজ দেখতে পান। উয়েফা এবার সেই ফুটেজ ইউরো কাপের স্টেডিয়ামগুলিতে জায়ান্ট স্ক্রিনে দেখানোর বন্দোবস্ত রাখছে। উল্লেখ্য, গত মাসেই উয়েফা জানিয়েছিল যে, রেফারির কোনও সিদ্ধান্ত প্রয়োজনে অধিনায়কদের কাছে ব্যাখ্যা করা হবে বিস্তারিতভাবে।

[ আরও পড়ুন – AIFF: রেফারিং নিয়ে প্রতিবাদ ভারতের ,লিখিত অভিযোগ দায়ের এআইএফএফ-এর ]

তবে কোনও সিদ্ধান্ত নিয়ে যদি এক বা একাধিক ফুটবলার রেফারিকে অশ্রদ্ধা করেন বা অসম্মান প্রদর্শন করেন তাহলে হলুদ কার্ড দেখানো হবে।সেই সঙ্গে জায়ান্ট স্ক্রিনে রেফারির VAR দেখে নেওয়া সিদ্ধান্ত বিস্তারিতভাবে স্টেডিয়ামের দর্শকদের কাছেও পৌঁছে দেওয়ার উয়েফার সিদ্ধান্ত বৈপ্লবিক। রেফারি বিষয়ক উয়েফার ম্যানেজিং ডিরেক্টর রবার্তো রসেত্তির কথায়, এই বিষয়টি অভিনব। এটি খুব, খুব চিত্তাকর্ষক হতে চলেছে। VAR দেখে নেওয়া সিদ্ধান্তের টেকনিক্যাল ব্যাখ্যা পৌঁছে দেওয়া হবে দর্শকদের কাছে।ফুটেজ দেখানোর সঙ্গে সঙ্গে উয়েফার বিশেষজ্ঞরা সেই সিদ্ধান্তের টেকনিক্যাল দিক তুলে ধরবেন একেবারে সরাসরি। মাঠে ঠিক কোন পরিস্থিতিতে কী জন্য পেনাল্টি বা অন্য সিদ্ধান্ত নেওয়া হলো খুঁটিনাটি তথ্য-সহ তুলে ধরার ব্যবস্থা রাখা হচ্ছে।

[  আরও পড়ুন – Team India: অবাক কান্ড! ম্যাচের আগেই ম্যাচ জেতার আনন্দে বিরাটরা! কি এমন হল? ]

ইতিমধ্যেই উয়েফার নিয়মকানুন জানিয়ে দিয়েছেন অংশগ্রহণকারী দলগুলিকে। ফুটবলারদের স্বার্থ সুরক্ষিত রাখতে বিপজ্জনক ট্যাকলের ক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে রেফারিদের। জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। কড়া ট্যাকলের বিভিন্ন মুহূর্ত দেখিয়ে দলগুলিকেও বলা হয়েছে, এমন পরিস্থিতি তৈরি হলে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কাল মিউনিখে ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় জার্মানি বনাম স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের ইউরো কাপ।