ad
ad

Breaking News

Tom Moody

Tom Moody: লখনউ সুপার জায়ান্টের সঙ্গে যুক্ত হলেন টম মুডি ও কেন উইলিয়ামসন

Bangla Jago Desk: আগামী আইপিএলের জন্য লখনউ সুপার জায়ান্ট দলের গ্লোবাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডি। এবং একই সঙ্গে স্ট্যাটেজিক অ্যাডভাইসার হিসেবে দেখা যাবে সদ্য টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া নিউজিল্যান্ড ক্রিকেটার কেন উইলিয়ামসনকে (Tom Moody)। উল্লেখ্য, মুডি এবারই প্রথম নয়, এর আগেও আইপিএল-এ অংশগ্রহণকারী সানরাইজার্স হায়দরাবাদের দলের সঙ্গে যুক্ত ছিলেন। […]

Tom Moody Appointed Global Director of Lucknow Super Giants

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: আগামী আইপিএলের জন্য লখনউ সুপার জায়ান্ট দলের গ্লোবাল ডিরেক্টর পদে নিযুক্ত হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার টম মুডি। এবং একই সঙ্গে স্ট্যাটেজিক অ্যাডভাইসার হিসেবে দেখা যাবে সদ্য টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া নিউজিল্যান্ড ক্রিকেটার কেন উইলিয়ামসনকে (Tom Moody)।

উল্লেখ্য, মুডি এবারই প্রথম নয়, এর আগেও আইপিএল-এ অংশগ্রহণকারী সানরাইজার্স হায়দরাবাদের দলের সঙ্গে যুক্ত ছিলেন। এবং তাঁরই কোচিংয়ে ২০১৬ সালে ক্রিকেটের মেগা টুর্নামেন্টের শিরোপা জয় করেছিল নিজামের শহরের দলটি। এর পাশাপাশি বিশ্বের অন্যান্য লিগেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। এবার সেই সুযোগটাই আইপিএল-র আসরে কাজে লাগাতে মরিয়া লখনউ সুপার জায়ান্ট। মোদির দলের সঙ্গে যুক্ত হওয়ার খবর, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এলএসজি টিম ম্যানেজমেন্ট (Tom Moody)।

প্রসঙ্গত, মুডি বিংশ শতকের গোড়ার দিকে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০০৭ সালে প্রথমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্বভার গ্রহণ করেছিলেন। এরপর ২০০৫-২০০৭ অবধি শ্রীলঙ্কার জাতীয় দলের প্রধান কোচের পদেও দায়িত্ব সামলেছিলেন। এবং  মোদির কোচিংয়েই দ্বীপরাষ্ট্রের দলটি ২০০৭ সালের একদিনের ক্রিকেট বিশ্বকাপে খেলেছিল শ্রীলঙ্কা। তারপরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-র আসরে কোচ হিসেবে যোগ দিয়েছিলেন মুডি। ২০০৮-১০ অবধি তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব দলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। এরপর পঞ্জাব ছেড়ে মুডির ঠিকানা হয় সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলেছেন।

এদিকে মুডি দলের গ্লোবাল ডিরেক্টর পদে যুক্ত হলেও দলের কোচ হিসেবে এবারও দায়িত্ব সামলাবেন জাস্টিন ল্যাঙ্গার। এবং স্ট্যাটেজিক অ্যাডভাইসার হিসেবে লখনউ দলের দায়িত্ব পালন করবেন কেন উইলিয়ামসন (Tom Moody)।