ad
ad

Breaking News

KL RAHUL

রাহুলকে ইংল্যান্ড সিরিজ খেলতে নির্দেশ বোর্ডের

টুর্নামেন্টের কথা মাথায় রেখেই বোর্ড রাহুলকে ইংল্যান্ড সিরিজে খেলার পরামর্শ দিয়েছে

The board directed Rahul to play the England series

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : সব দিক ভেবে চিন্তেই কেএল রাহুলের ছুটি বাতিল করল ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, অস্ট্রেলিয়া সিরিজের পর ভারত ঘরের মাঠে সীমিত ওভারের সিরিজ খেলবে ইংল্যান্ডের সঙ্গে। সেই সিরিজে খেলবেন না বলে বোর্ডের কাছে ছুটি চেয়েছিলেন কেএল রাহুল। বোর্ড প্রথমে তাঁর ছুটি মঞ্জুর করলেও, পরবর্তীতে ১৮০ ডিগ্রি ঘুড়ে গিয়ে রাহুলের বাতিল করে তাঁকে ইংল্যান্ড সিরিজের জন্য খেলার পরামর্শ দেওয়া হয়েছে। এই বিষয়ে নাকি বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ইংল্যান্ড সিরিজের পর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে। সেই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই বোর্ড রাহুলকে ইংল্যান্ড সিরিজে খেলার পরামর্শ দিয়েছে।

বিশেষ সূত্রের খবর, রাহুল আগামী মাসেই বাবা হতে চলেছেন। সেই কারণেই তিনি বোর্ডের কাছে ইংল্যান্ড সিরিজে ছুটির আবেদন করেছিলেন। কিন্তু বোর্ড সব দিক বিবেচনা করেই তাঁকে ইংল্যান্ড সিরিজে খেলার নির্দেশ দিয়েছে।

[ আরও পড়ুনঃমেসি, সুয়ারেজের সঙ্গে ফের খেলার স্বপ্ন সফল হবে না নেইমারের : মসচেরানো] 

রাহুলকে প্রথমে ছুটি দেওয়া হলেও, পরে কেন তা বাতিল করা হচ্ছে, সেই প্রসঙ্গে বোর্ডের এক কর্তা জানান, ‘এদিকে বোর্ডের এক কর্তা জানান, রাহুলকে কেননা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের দুই উইকেটরক্ষক ও ব্যাটার ঋষভ পন্থ এবং সঞ্জু স্যামসন থাকলেও, রাহুলের ওপর নাকি বিশেষ ভরসা করছেন অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। সেই কারণেই রাহুলকে ইংল্যান্ডের বিপক্ষে খেলার নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে রাহুলের ছুটি বাতিল হওয়া প্রসঙ্গে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, সীমীত ওভারের ম্যাচগুলিতে মিডল অর্ডারে ভারতীয় ব্যাটিং লাইনআপে পন্থ নয়, রাহুলকেই বেসি ডিপেন্ডবল বলে মনে করছেন নির্বাচক থেকে কোচ সকলে। সেই কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁকে খেলিয়ে তাঁকে ছন্দে নিয়ে আসাই প্রধান উদ্দেশ্য নির্বাচকদের।