Bengla Jago Desk: ইউরোপে সুইডেন বেলজিয়ামের ম্যাচ অনুষ্ঠিত হয় কিং বাউডুইন স্টেডিয়ামে। সেখানেই ঘটে যায় এক ভয়ংকর ঘটনা। এই খেলা চলাকালীন স্টেডিয়াম থেকে কিছুটা দূরে বন্দুক নিয়ে হামলা চালানো হয়। ফলে রক্তাক্ত হয়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মাটি। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। আকস্মিক এই ঘটনার পরই ম্যাচ পরিত্যাক্ত করে দেওয়া হয়।
সম্পূর্ণ ঘটনাটিকে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডিক্র জঙ্গি হামলা বলে মন্তব্য করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে দুজনের মৃত্যু হয়েছে তারা সুইডিশ নাগরিক। এছাড়াও গুরুতর আহত হয়েছেন আরো একজন। জানা যাচ্ছে হামলা করার পরই স্কুটারে করে চম্পট দেন ওই জঙ্গিরা। অভিযুক্তদের খোঁজে এখনো তল্লাশি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সোমবার স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ ম্যাচের বিরতি হলে তখন স্টেডিয়ামের পাশে গুলি চালানো শুরু করেন জঙ্গিরা। মনে করা হচ্ছে এই জঙ্গি হামলার পেছনে রয়েছে আইসিস জঙ্গি সংগঠন। এরপরেই নিজেকে ইসলামিক স্টেট এর সদস্য হিসেবে পরিচয় দিয়ে অনলাইনের একটি ভিডিওতে হামলার দায়ের স্বীকার করা হয়েছে।
Free access