চিত্রঃসংগৃহীত
Bangla Jago Desk: চলতি মাসের ১৫ ডিসেম্বর কলকাতার রেড রোডে শুরু হবে বিশ্বের প্রথম অ্যাথলেটিক টাটা স্টিল গোল্ড লেবেল ২৫ কে ম্যারাথন দৌড়। এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগী ও প্রতিযোনীদের অনুপ্রেরণা দিতে উপস্থিত থাকবেন ভারতের মহিলা ক্রিকেটের অন্যতম নক্ষত্র প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী। উপস্থিত থাকবেন চলচ্চিত্র অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ও।
এই প্রসঙ্গে টাটা স্টিলের ভাইস প্রেসিডেন্ট চাণক্য চৌধুরি জানান, টাটা স্টিল ওয়াল্ড ২৫ কে কলকাতার একটি মর্যাদাপূর্ণ দৌড় প্রতিযোগিতা। এই দিনটি এমন একটি দিন যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ সমবেত হন। যেখানে এই দৌড়ের মাধ্যমে বিকশিত চেতনা। টাটা স্টিল খেলাধুলো অন্তঃপ্রাণ একটি সংস্থা। যারা খেলাধুলোর মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষকে একত্রিত করার চেষ্টা করে। আমি আশা করব এবার আমাদের এই দৌড় প্রতিযোগিতা অন্যবারের তুলনায় আরও বড় হবে, এবং আমরা সাফল্যও পাব।
ব্রিগেডিয়ার একে দাস জানান, আমরা এই মুহূর্তের অংশ হতে পেরে নিজেকে গর্ববোধ মনে করছি। আমার তরফ থেকে আমি এই দৌড়ের সর্বাত্মক সাফল্য কামনা করি। আশাকরি বিপুল সংখ্যক প্রতিযোগী- ও প্রতিযোগিনী অংশগ্রহণ করে তা সাফল্যমণ্ডিত করে তুলবেন।
প্রোকাম ইন্টারন্যাশনালের পক্ষ থেকে এমডি বিবেক জানান, এই গৌরবময় পটভূমিতে কলকাতায় প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স গোল্ড লেবেল আয়োজন করা পরম সৌভাগ্যের বিষয়। এর পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জানান পশ্চিমবঙ্গ সরকার ও এই মেগা ইভেন্টের সহযোগী স্পনসরদেরও।
বিশাল এই কর্মকাণ্ড যাঁদের অক্লান্ত সহযোগিতা ছাড়া সম্ভব হত না তারা হল কলকাতা পুলিশ। কাজেই কলকাতা পুলিশ কর্মীদের জন্য এই ইভেন্টেই থাকছে পুলিশ কাপ। সেখানে ৭৫টি পুরুষ এবং ২৫টি মহিলা দল মিলিয়ে মোট ১০০টি পুলিশ অংশগ্রহণ করবে। এই বিভাগে মোট পুরস্কারের অর্থমূল্য হচ্ছে এক লক্ষ ৬৮ হাজার টাকা।