ad
ad

Breaking News

USA Vs Pakistan Match Highlights

T20 World Cup 2024: যুক্তরাষ্ট্র বনাম পাকিস্তান, এর ম্যাচে সুপার ওভারে ৫ রানে হারিয়ে শীর্ষে USA

বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে USA দ্বিতীয় বারের জন্য জয় লাভ করলেন। টসে জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

T20 World Cup 2024: Usa Won the match Against Pakistan In Super Over And Shocks The Cricket World

জয়ের শেষ হাসি হাসল যুক্তরাষ্ট্র, স্কোর বোর্ডের শীর্ষে আমেরিকা। ছবিঃ সংগৃহীত

Bangla Jago Desk: টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে বিপর্যয় পাকিস্তানের। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েও বাবর আজ়মের দল করে ৭ উইকেটে ১৫৯ রান। টস জিতে ফিল্ডিং নেন আমেরিকার অধিনায়ক মোনাঙ্ক পটেল। জবাবে আমেরিকাও করে ৩ উইকেট ১৫৯ রান। খেলার নিষ্পত্তি হল সুপার ওভারে। তাতেও এঁটে উঠতে পারলেন না বাবরেরা।

আরও পড়ুনঃ

Monak Patel: পাকিস্তানকে হুঙ্কার আমেরিকা অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল

বৃহস্পতিবার ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে USA দ্বিতীয় বারের জন্য জয় লাভ করলেন। টসে জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সেখানেই প্রথম ইনিংসে মোট ৭ উইকেটে ১৫৯ রান করেন তাঁরা। খেলায় বাবর ৪৩ বলে ৪৪ রান করেন। এদিন অধিনায়ক বাবার ৪৩ বলের ইনিংসে মোট ৩টি চার ও ২টি ছক্কা মারেন এবং সর্বোচ্চ রান করে দলের হয়ে। তারপর মোট ২৫ বলে ৪০ রানের ভালোই ইনিংস খেলেন শাদব খান। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। এরপর প্রথম ইনিংসে তৃতীয় সর্বোচ্চ রান করেন শাহিন আফ্রিদি। মোট ১৬ বলে ১টি চার ও ২টি ছক্কা মেরে ২৩ রান করেন ক্রিকেটার। এছারাও এদিন ইফতিখার আহমেদ (১৮), ফখর জামান (১১), হম্মদ রিজওয়ান (৯) এবং  উসমান খান (৩) খেলে আউট হয়ে জান। শেষ পর্যন্ত ৩ রান করে অপরাজিত থাকেন হ্যারিস এবং ম্যাচে খাতা খুলতে পারেননি আজম খান।

আরও পড়ুনঃ Sunil Chhetri: মাঠে ইতিরেখা সুনীলের, তোলা রইলো ৯০ মিনিটের হাজারো স্মৃতির ব্যাগেজ

এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আমেরিকাও নির্ধারিত ২০ ওভারে মোট ১৫৯ রান করে বসে। এবং তারা মোট ৩টি উইকেট খোয়ায়। প্রথমে মোনাঙ্ক প্যাটেল ৩৮ বলে মোট ৭টি চার এবং ১টি ছক্কা হাঁকিয়ে মোট ৫০ রান করে সাজঘরে ফেরেন। এরপর আন্দ্রিজ গাউস (৩৫) নিজের সেরাটা দিয়ে খেলেন। এবং অ্যারন জোনস  ২৬ বলে মোট ৩৬ রান করেন। তবে এরপর ১৫৯ রানেই থেমে যায় আমেরিকার স্কোর।

আরও পড়ুনঃ

ICC T20 WORLD CUP: আবারও প্রথম ওভারে উইকেট পেল স্টার্ক

এরপর সুপার ওভারে প্রথমে ব্যাটিং করে USA মোট ১৮ রান করে। কিন্তু পাকিস্তান তাঁদের ইনিংস শেষ করে মাত্র ১৩ রানেই। ফলে পাঁচ রানে জিতে এখন স্কোর বোর্ডের শীর্ষে রয়েছে আমেরিকা। এবং একটি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। এরপর আগামী ৯ জুন ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে পাকিস্তান। এবং সাথেই অন্যদিকে USA একি মাসে ১২ তারিখ ভারতের বিরুদ্ধে খেলতে নামবে।