ad
ad

Breaking News

KKR

ইংল্যান্ড ম্যাচের আগে কেকেআর-র স্মৃতি সূর্যর মনে

অধিনায়ক হিসাবে খেলার সুযোগ পেয়ে আমার দারুণ লাগছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না

Surya remembers KKR before the England match

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : বুধবার ইডেনের ২২ গজে প্রথম টি-টোয়েন্টিতে ভারত মুখোমুখি হবে ইংল্যান্ডের। সেই ম্যাচের আগে টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের বড় মনে পড়ছে কলকাতা নাইট রাইডার্সে খেলার সময়ের মুহূর্তগুলি।

ক্রিকেটের নন্দনকানে প্রথম ম্যাচের আগে যখন নিজের দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করছিলেন সূর্য, তখন কিছুটা সময় মাঠের ধারে দাঁড়িয়ে নাইটদের হয়ে খেলার স্মৃতি রোমান্থনে ব্যস্ত ছিলেন টিম ইন্ডিয়ার দলনেতা। সূর্যর স্মৃতিতে ধরা দিচ্ছিল খেলার পাশাপাশি কলকাতার বিখ্যাত মিষ্টি দই-য়ের কথাও।

[ আরও পড়ুনঃপৌঁছে যান বীরভূমের কেদারনাথে] 

এই প্রসঙ্গ বর্ণনা করতে গিয়ে বিসিসিআইকে দেওয়া এক সক্ষাৎকার দিতে গিয়ে স্কাই ফিরে গিয়েছিলেন নাইট শিবিরে থাকার দিনগুলিতে। সূর্য জানান, ‘আমি যখন প্রথম কলকাতায় খেলতে আসি, সেইসময় এখানকার স্থানীয়রা আমাকে প্রচুর পরিমাণে মিষ্টি দই খাইয়েছিলেন। সত্যিই আমার দারুণ লাগত কলকাতার মিষ্টি দই খেতে। এখনও আমার খাওয়ার রুটিনের অন্যতম হল দই। যা আমি প্রতিদিন খাওয়ার পর খাই।’

 

স্কাই এরপর আরও বলেন, ‘২০১৪ সালে আমি প্রথম কেকেআর দলের হয়ে খেলার জন্য কলকাতায় আসি। তার ঠিক ১০-১১ বছরের মধ্যে আমার স্বপ্নের মধ্যে ছিল না যে আমি কখনও ভারতকে নেতৃত্ব দিতে পারব। এটা আমার কাছে একটি বিরাট ব্যাপার। কিন্তু আজ, এই মাঠে দাঁড়িয়েই ভাবছি আমি জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার কৃতিত্ব অর্জন করেছি। আর যে স্টেডিয়ামে বুধবার আমার নেতৃত্বে টিম ইন্ডিয়া মাঠে নামবে সেটাও বিশ্ব ক্রিকেটের মানচিত্রে এক ঐতিহাসিক স্টেডিয়াম।’

এখানেই শেষ নয়, এরপর নাইট দলের হয়ে কাটানো স্মৃতিগুলি রোমান্থন করতে গিয়ে সূর্য জানান, ‘আমি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ২০১৪, ২০১৫, ২০১৬ এবং ২০১৭ এই চার বছর কাটিয়েছি। তখন আমি নবাগত ছিলাম। অনেক কিছু শিখেছি। তখন নাইটদের অধিনায়ক ছিলেন আজকের যিনি ভারতীয় দলের প্রধান কোচ সেই গৌতম গম্ভীর। আমি তাঁর অধীনেই খেলেছি। তাই কলকাতা আমার কাছে সব সময়ই আলাদা একটা জায়গায় থাকে। ফের এখানে অধিনায়ক হিসাবে খেলার সুযোগ পেয়ে আমার দারুণ লাগছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।