Bengla Jago Desk: আসন্ন ১৩তম বিগ ব্যাশ লিগে খেলবেন না আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। কারণ অস্ত্রোপচার হয়েছে তার । দীর্ঘদিন পিঠের চোটে ভুগছিলেন রশিদ খান। চোট গুরুতর হওয়ায় অস্ত্রোপচার করাতে হয় আফগানিস্তানের এই বোলিং অলরাউন্ডারের । যদিও এখন তিনি ভালো আছেন সুস্থ আছেন । অস্ত্রোপচার সফল হয়েছে । চলতি মাসের শুরুর দিকে একদিনের বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে সর্বশেষ খেলেছিলেন রশিদ খান।
তার পর আর মাঠে নামেননি । চোট নিয়েই খেলেছিলেন । বিশ্বকাপের পর ই সিদ্ধান্ত নেন অস্ত্রোপচারের । তা সম্পন্ন ও হয়েছে । এর মাঝেই সোশ্যাল সাইটে তিনি হাসপাতালের বেড শুয়ে ছবি শেয়ার করেছেন । হাসপাতালের ড্রেস রয়েছে তার পরনে । ডানহাত দিয়ে ‘থাম্বস আপ’ দিয়ে তিনি বুঝিয়ে দেন তিনি সুস্থ রয়েছেন। সঙ্গে মুখে একটা মৃদু হাসি । আসন্ন ১৩ তম বিগ ব্যাশে তার না থাকাটা বড় ধাক্কা ।
তবে খুব শীঘ্রই রশিদের বদলে কে থাকবেন তা ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে । ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারেনি আফগানিস্তান। তবুও তাদের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। যথেষ্ট চেষ্টা করেছে আফগানিস্তান , নটি ম্যাচ খেলে চারটি ম্যাচে জয়ী হয়েছে। বিশ্বকাপের ম্যাচে হারিয়েছেন শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ডকে । সঙ্গে নেদারল্যান্ডস দলকেও হারিয়েছে । মাঠে ফিরতে এখনো তার যথেষ্ঠ সময় লাগবে বলেই জানা গিয়েছে । অন্তত ৪ -৫ মাস মাঠের বাইরে থাকার কথা বলেছেন চিকিৎসকেরা।