ad
ad

Breaking News

SINDHU

দেশকে আরো একটা অলিম্পিক পদক দিতে চান সিন্ধু, কলকাতায় এসে বললেন মনের কথা

Bangla Jago Desk : শারীরিক চোটের কারণে এখনো কোর্টে ফিরতে পারেননি ভারতের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। তবে এক দিনের বিশ্বকাপের মাঝেই শহরে হাজির এই বিশ্বজয়ী খেলোয়াড়। বেশ কিছুদিন ধরেই নিজের সেরা ফর্মে ছিলেন না তিনি। ডেনমার্ক ওপেনে ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে ম্যাচে মেজাজও হারিয়ে ফেলেছিলেন খেলোয়াড়। যেটা একেবারেই খেলোয়াড় সিন্ধুর কাছ থেকে কাম্য […]

Bangla Jago Desk : শারীরিক চোটের কারণে এখনো কোর্টে ফিরতে পারেননি ভারতের এক নম্বর মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। তবে এক দিনের বিশ্বকাপের মাঝেই শহরে হাজির এই বিশ্বজয়ী খেলোয়াড়। বেশ কিছুদিন ধরেই নিজের সেরা ফর্মে ছিলেন না তিনি। ডেনমার্ক ওপেনে ক্যারোলিনা মারিনের বিরুদ্ধে ম্যাচে মেজাজও হারিয়ে ফেলেছিলেন খেলোয়াড়। যেটা একেবারেই খেলোয়াড় সিন্ধুর কাছ থেকে কাম্য নয়।

নিজের ফর্মে না থাকা নিয়ে সিন্ধু বলেন, “এক নম্বর হওয়া ভীষণ কঠিন। তার থেকেও বেশি কঠিন সে জায়গা ধরে রাখা। সব ম্যাচ জেতা সম্ভব নয়। কিছু জিতব কিছু হারতেও হবে। বরং উপরে ওঠা তুলনায় সহজ। তখন সবাই আপনার খেলার সম্পর্কে ওয়াকিবহুল থাকে না। শক্তি দুর্বলতা সবকিছু জানা থাকে না”।

প্রসঙ্গত সামনের বছর অলিম্পিকস। নিজের খেলা নিয়ে কতটা আশাবাদী সিন্ধু? এ বিষয়ে তিনি নিজেই জানান, তিনি জানেন না আদেও সোনা যেতে পারবেন কিনা। তবে চেষ্টা অবশ্যই করবেন। যদিও তিনি আশা করেন যে তিনি দেশকে আরো একটি অলিম্পিকস পদক দিতে পারবেন। অলিম্পিকস এর আগে এখনো ন’ মাস সময় আছে। তার হাতের সামনে যে কটি প্রতিযোগিতা রয়েছে সবকটি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্যারিসে যোগ্যতা অর্জন করতে হবে এই প্রতিযোগিতা গুলো থেকেই। সুতরাং তিনি জানান সেরাটা তাকে দিতে হবে। ইতিমধ্যেই নিজের প্রস্তুতিও শুরু করেছেন সিন্ধু। কোন খেলোয়াড়ই চোট পেতে চায় না তবে জোট আঘাত এগুলো সম্পূর্ণটাই খেলার অঙ্গ। তবে আপাতত যত তাড়াতাড়ি সম্ভব তিনি কোর্টে ফিরতে চাইছেন।

Free Access