ad
ad

Breaking News

শুভমান গিল

বিশ্বকাপের মুখে ভারতীয় ক্রিকেট শিবিরে বড় ধাক্কা ! ডেঙ্গি আক্রান্ত শুভমান

Bengla Jago Desk: বিশ্বকাপের মুখে ভারতীয় ক্রিকেট শিবিরে বড় ধাক্কা। ডেঙ্গিতে আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমান গিল। আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খেলতে নামবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।বেশ কয়েকটি পরীক্ষার পরই জানা যাবে, আগামী রবিবার ভারতের প্রথম ম্যাচে শুভমান আদৌ খেলতে নামবেন কি না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগেই অসুস্থ হয়ে […]

Bengla Jago Desk: বিশ্বকাপের মুখে ভারতীয় ক্রিকেট শিবিরে বড় ধাক্কা। ডেঙ্গিতে আক্রান্ত ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমান গিল। আপাতত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খেলতে নামবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।বেশ কয়েকটি পরীক্ষার পরই জানা যাবে, আগামী রবিবার ভারতের প্রথম ম্যাচে শুভমান আদৌ খেলতে নামবেন কি না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলতে নামার আগেই অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

যদি শুভমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারেন, সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বড় ধাক্কা হবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। তবে তিনি প্রথম ম্য়াচটা খেলতে পারবেন কি না, তা নিয়ে এখনও যথেষ্ট ধোঁয়াশা রয়েছে। এই ব্যাপারের ওপর কড়া নজরদারি চালাচ্ছে বিসিসিআইয়ের মেডিকেল টিম।

রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চেন্নাইয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। এই পরিস্থিতিতে তাদের দলের তারকা ব্যাটার শুভমান গিলকে ছাড়াই মাঠে নামতে হতে পারে। সূত্রের খবর, বৃহস্পতিবার এম এ চিদম্বরম স্টেডিয়ামে অনুশীলন করতে নামেননি শুভমান। এরপর তাঁর ডেঙ্গি সংক্রান্ত টেস্ট করানো হয়। আপাতত শুভমানের চিকিৎসা চলছে।

Free Access