ad
ad

Breaking News

Jos Buttler

Jos Buttler: ‘প্রধানমন্ত্রী’র পরই ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায় থাকবেন শুভমন : বাটলার

এবার হাই ভোল্টেজ এই সিরিজ শুরুর আগে শুভমনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জস বাটলার

Jos Buttler Calls Him Nation's Next Prince

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আগামী ২০ তারিখ থেকে হেডিংলে টেস্টের মধ্য দিয়েই ঢাকে কাঠি পড়বে চলতি বছরের ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচ টেস্টের সিরিজের। হাইভোল্টেজ এই সিরিজে রোহিত শর্মা অবসর নেওয়ার পর এবার ভারতীয় দলের অধিনায়কের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে ২৫ বছর বয়সী তরুণ ব্যাটার শুভমন গিলের কাঁধে। এবার হাই ভোল্টেজ এই সিরিজ শুরুর আগে শুভমনের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটার জস বাটলার (Jos Buttler)।

আইপিএল-এ গুজরাট টাইটান্সের হয়ে খেলার সময় খুব কাছ থেকে শুভমনকে দেখেছেন বাটলার। সেই দলের অধিনায়কও ছিলেন শুভমন। তাই এবার শুভমনের প্রশংসা করতে গিয়ে বাটলার বলেন, ‘টেস্ট ক্রিক্রেটে ভারতীয় দলের অধিনায়কত্ব এত কম বয়সে পাওয়া মুখের কথা নয়। আমার মনে হয় এই দায়িত্ব সামলানো আর দেশের প্রধানমন্ত্রীর পরে যে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা রয়েছেন শুভমন-ও সেই তালিকায় পড়েন। অর্থ্যাৎ শুভমন দেশের তৃতীয় বা চতুর্থ প্রভাবশালী ব্যক্তি।’

আরও পড়ুন: Dettol Poisoning in Chakdaha: ডেটল গিলে অসুস্থ বৃদ্ধ, বমির গন্ধেই প্রকাশ পেল সত্য

প্রসঙ্গত, শুভমনের আগে এত কম বয়সে ভারতীয় ক্রিকেটে অধিনায়কের মতো গুরু দায়িত্ব পেয়েছেন মাত্র হাতে গোণা কয়েকজন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি ও রোহিত শর্মারা। এখন শুভমন ভারতীয় দলের গুরু দায়িত্ব পাওয়ার পর স্বাভাবিকভাবেই তাঁর দিকে নজর থাকবে সকলের (Jos Buttler)।

এক অনুষ্ঠানে গিয়ে আইপিএল-এ তাঁর দলের অধিনায়কের সম্বন্ধে বলতে গিয়ে বাটলারের আরও বলেন, ‘বিরাট যদি ভারতীয় ক্রিকেটের রাজা হন, তাহলে শুভমন হলেন রাজপুত্র। এই সিরিজে আমার আশা শুভমন যখন ব্যাট করতে নামবেন, তখন তিনি শুধুই ব্যাটার হিসেবে ব্যাটিং করুক। আর তারপর তিনি অধিনায়কের ভূমিকা পালন করুক, তাহলে ওর পক্ষে ভাল হবে।’

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

এখানেই শেষ নয়, শুভমনের প্রশংসায় ভরিয়ে দিয়ে তাঁর উদ্দেশে বাটলার আরও বলেন, ‘শুভমনের হাতে এখন অনেক দায়িত্ব। বর্তমানে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের অন্যতম সেরা অস্ত্রই হচ্ছে শুভমন। কেননা রোহিত ও বিরাটের মত দুই অভিজ্ঞ ক্রিকেটার টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায়, ভারতীয় দলের ব্যাটিং লাইনআপকে নতুন করে সাজাতে হয়েছে। এখানে সিনিয়ররা যেমন আছেন, ঠিক তেমনই জুনিয়াররা-ও। কাজেই শুভমনকে অনেকটা দায়িত্ব নিয়ে খেলতে হবে। এবং যেহেতু অধিনায়ক হিসেবে এটা ওর প্রথম অভিজ্ঞতা হবে সে কারণে দলীয় সতীর্থদের কাছ থেকেও শিখতে হবে। তবে আমি আশা করব ভারতীয় দলের নতুন অধিনায়ক শুভমনকে টিম ম্যানেজমেন্ট হয়ত চার নম্বরেই ব্যাটিংয়ের জন্য পাঠাবেন। কেননা আমার মনে হয় এটাই ওর সবচেয়ে উপযুক্ত জায়গা (Jos Buttler)।