ad
ad

Breaking News

মহম্মদ শামি

মানবিকতার পরিচয় দিলেন শামি, পাহাড়ি রাস্তায় দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির প্রাণ বাঁচালেন খেলোয়াড়

Bangla Jago TV Desk : বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী মহম্মদ শামি এবার তাঁর মানবিকতার পরিচয় দিলেন। পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তির প্রাণ বাঁচালেন খেলোয়াড়। নৈনিতালের হিল রোডে এই দুর্ঘটনা ঘটে। শামির তৎপরতায় জীবন ফিরে পান দুর্ঘটনায় পড়া ব্যক্তিটি। শামির সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। ভিডিও-তে দেখা যাচ্ছে একটি সাদা গাড়ি রাস্তার […]

Bangla Jago TV Desk : বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী মহম্মদ শামি এবার তাঁর মানবিকতার পরিচয় দিলেন। পাহাড়ি রাস্তায় দুর্ঘটনার কবলে পড়া এক ব্যক্তির প্রাণ বাঁচালেন খেলোয়াড়। নৈনিতালের হিল রোডে এই দুর্ঘটনা ঘটে। শামির তৎপরতায় জীবন ফিরে পান দুর্ঘটনায় পড়া ব্যক্তিটি। শামির সেই ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। ভিডিও-তে দেখা যাচ্ছে একটি সাদা গাড়ি রাস্তার ধারে খাদে পড়ে আছে।

গাড়িতে থাকা আহত ব্যক্তির সেবায় এগিয়ে আসেন ভারতীয় দলের তারকা। নিজের হাতেই‌ প্রাথমিক চিকিৎসাও করেন। তাঁর তৎপরতায় জীবন‌ ফিরে পান দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিটি| এই ভিডিও-র সঙ্গে শামি লিখেছেন, ‘ওনি অত্যন্ত ভাগ্যবান, ঈশ্বর তাঁকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। নৈনিতালের (হিল রোডে) পাহাড়ি রাস্তায় আমার গাড়ির ঠিক সামনেই ওনার গাড়িটি পাহাড় থেকে নীচে পড়ে যায়। আমরা তাঁকে নিরাপদে উদ্ধার করে আনি।”

উল্লেখ্য শামি নৈনিতালে গিয়েছিলেন একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নিতে। সেই স্কুলের একটি অনুষ্ঠানে অতিথি হিসাবে যান ভারতীয় দলের এই ক্রিকেটার। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছিলেন শামি। সেই ছবিও তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন। শামির এই মানবিকতা প্রশংসিত হয়েছে সর্বমহলে।

 

FREE ACCESS