ad
ad

Breaking News

Cristiano Ronaldo

৪০তম জন্মদিনের দুই দিন আগেই ভক্তদের জোড়া গোল উপহার রোনাল্ডোর

ম্যাচের ৭৮ মিনিটে ফের ঝলসে উঠলেন সিআর সেভেন। দলের হয়ে এবং নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মিনিট দুই আগে আবারও ব্যবধান বাড়িয়ে নেয় আল নাসের। এবার গোল করেন মহম্মদ আল ফাতিল।

Ronaldo scores two goals for fans two days before his 40th birthday

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: বুধবার ৫ ফেব্রুয়ারি, ১৯৮৫। এই দিনেই পৃথিবীর আলো দেখেছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। চলতি বছরে তিনি পদাপর্ণ করবেন ৪০তম বছরে। বিশেষ এই দিনটিতে পদাপর্ণের আগেই ভক্তদের খুশি করলেন সিআর সেভেন। সোমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল নাসেরর হয়ে জোড়া গোল করলেন তিনি। সৌদির ক্লাবটির হয়ে বাকি দুটি গোল করলেন আলি আলহাসান ও মহম্মদ আল ফেতিল।

সোমবার আল ওয়াসালের বিপক্ষে ম্যাচে আল নাসেরকে প্রথম এগিয়ে দেন আল আলহাসান। ম্যাচের বয়স তখন ২৫ মিনিট। এরপর প্রথমার্ধের অন্তিম লগ্নে এসে স্কোরশিটে প্রথম নাম তোলেন সিআর সেভেন। পেনাল্টি থেকে গোল করেন তিনি। এরপর বিরতির আগে অবধি আর কোনও গোল হয়নি।

ম্যাচের ৭৮ মিনিটে ফের ঝলসে উঠলেন সিআর সেভেন। দলের হয়ে এবং নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার মিনিট দুই আগে আবারও ব্যবধান বাড়িয়ে নেয় আল নাসের। এবার গোল করেন মহম্মদ আল ফাতিল।

এই ম্যাচে জোড়া গোলের সঙ্গে সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলসংখ্যা দাঁড়াল ৯২৩-এ। আর মাত্র ৭৭টি গোল করতে পারলেই হাজার গোলের মাইলফলক স্পর্শ করে ফেলবেন পর্তুগিজ তারকা। ম্যাচ শেষে সাংবাদিকরা এই বিষয়ে তাঁকে প্রশ্ন করলে তিনি জানান, ‘এখন আমি এই বিষয় নিয়ে ভাবছি না। আমার মূল লক্ষ্যই হচ্ছে নিজেকে সুস্থ রাখা ও নিজের পারফরম্যান্স ধরে রাখা। তবে এই দুটি জিনিষ যদি আমি করতে পারি, তাহলে এই মাইল ফলক স্পর্শ করা খুব একটা কঠিন ব্যাপার নয়।’