Bengla Jago Desk: পুজো এবার জমজমাট। এবার পুজোয় কলকাতায় আসছেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনাল্ডিনহো গাউচো। অক্টোবর মাসের ১৬ অথবা ১৭ তারিখ নাগাদ আইএফএএর তরফে এক বিশেষ অনুষ্ঠান করা হবে ।পাঁচতারা হোটেলে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান করার সিদ্ধান্ত করা হয়েছে । যেখানে কলকাতা লিগ চ্যাম্পিয়নশিপের ট্রফি দেওয়া হবে মহামেডান স্পোর্টিং ক্লাবের হাতে । সঙ্গে শহরে থাকার কথা তাঁর। তাকে আনার উদ্যোক্তা আলভারেজ স্পোর্টস ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। পুজোয় দর্লকদের কাছে রীতিমতো বোনাস । আগে বেশ কয়েকটা পুজোও উদ্বোধন করবেন তিনি । তবে গাউচো জানিয়েছেন কলকাতায় তার শখের কথা । বলেছেন কলকাতায় এসে শিখবেন ক্রিকেট খেলা। সৌরভ গাঙ্গুলির হাত ধরে ক্রিকেটে হাতে খড়ি দিতে চান তিনি । সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করবেন।
বেশ কিছু কর্মসূচি নিয়েই আসছেন কলকাতায়। ১৬ থেকে ১৮ অক্টোবর রয়েছে বেশ কিছু কর্মসূচি । শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, আহিরীটোলা যুবক বৃন্দ, বারুইপুর, গ্রিন পার্ক ও রিষড়াতে যাবেন এই ব্রাজিলের এই প্রাক্তন তারকা। ডায়মন্ডহারবার এফসির মাঠে একটি প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা তাঁর। বঙ্গের ফুটবল প্রেমীরা এর আগে শহরে দেখেছেন পেলে, মারাদোনা, মেসির মতো কিংবদন্তিদেরকে। সম্প্রতি কলকাতায় এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। আর এবার পালা রোনাল্ডিনহোর। সারা বিশ্বই রোনাল্ডিনহোর পায়ের জাদুতে মুগ্ধ ছিল যখন তিনি খেলতেন। ব্রাজিল ছাড়াও রোনাল্ডিনহো ছিলেন বার্সেলোনার ফুটবলার। মেসি তখন ১৯ নম্বর জার্সি পরতেন আর রোলান্ডিনহো পরতেন ১০। দু’জনের দাপটে বার্সেলোনাকে তখন নিয়ন্ত্রণ করা কার্যত অসম্ভব ছিল বিপক্ষের কাছে।
আর ভারতেও রোনাল্ডিনহোর ভক্ত সংখ্যা কয়েক কোটি। কলকাতায় তিনি পা রাখার সঙ্গে সঙ্গেই যে ভক্তদের ব্যাপক সমাগম হবে তা বলাই বাহুল্য। উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতাবাসী তৈরি হয়েছিলেন এক বিশেষ মুহূর্তের জন্য । কলকাতায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ । মিলন মেলা প্রাঙ্গনে একটি অনুষ্ঠানে যোগ দেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ । তাঁর পরবর্তী গন্তব্য ছিল মোহনবাগান ক্লাব। সেখানে নানা মুহূর্ত উপহার দিলেন এমি মার্টিনেজ। মোহনবাগান মাঠে কলকাতা পুলিশের ফ্রেন্ডশিপ কাপেরও উদ্বোধন করেন। আর্জেন্তিনাকে বিশ্বকাপ জেতানোর পর থেকে দেশে এবং বিদেশের মাটিতে বীরের সম্মান পেয়েছেন আর্সেনালের হয়ে এক সময়ের ব্রাত্য এই গোলরক্ষক। এমিলিয়ানোর দুদিনের সফরে ছিল একাধিক কর্মসুচি। তাদের কথা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশ্বকাপজয়ী গোলরক্ষক।
Free Access