Bangla Jago Desk: পুরোনো ফর্মে ফিরলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। সমালোচকরা ভেবেছিলেন তিনি কখনই আর ফর্মে ফিরতে পারবেন না। কিন্তু সকলকে প্যাভিলিয়নে বসিয়ে রেখে বুঝিয়ে দিলেন তিনি এখনও শেষ হয়ে যাননি। একইসঙ্গে এদিন তিনি ভাঙলেন একাধিক রেকর্ডও। রোহিত সম্পর্কে বিরাট কোহলি একটি সাক্ষাৎকারে বলেছিলেন, যিনি তিনি খেলেন সেদিন অন্যদের খেলা দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। কোহলির সেই কথাই বুধবার প্রমাণ হল অরুন জেটলি স্টেডিয়ামে।
এদিন রোহিতের ৮৪ বলে ১৩১ রানের ইনিংস সাজানো ছিল ১৬টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারিতে। এই রানের মাধ্যমে বিশ্বকাপে সবথেকে বেশি সেঞ্চুরির মালিক হলেন তিনি। এতদিন সচিন তেন্ডুলকারের সঙ্গে একই আসনে বসেছিলেন রোহিত। বিশ্বকাপে ৬টি সেঞ্চুরির মালিক ছিলেন দুই তারকাই, কিন্তু এবার মাস্টার ব্লাস্টারকে ছাপিয়ে গেলেন হিটম্যান।
এর পাশাপাশি ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইলের রেকর্ডও টপকে ফেলেন রোহিত শর্মা। গেইলের মোট ছক্কার সংখ্যা ছিল ৫৫৩টি। এদিন ৫টি ছক্কা হাঁকানোর কারণে রোহিতের নামের পাশে লেখা হয়ে গেল ৫৫৬টি ছক্কা। এদিন পুল মেরে রোহিত টপকে যান গেইলকে। সেই ছক্কার দূরত্ব ছিল ৮৫ মিটার। এছাড়া ঘরের মাঠে কোহলিকেও ছাপিয়ে যান অধিনায়ক হিটম্যান। বিশ্বকাপে হাজার রানের মাইলস্টোন মাত্র ২২ রানেই ছুঁয়ে ফেলেন রোহিত।
Free Access