ad
ad

Breaking News

Amit Shah

Amit Shah: ‘পারফেক্ট স্ট্রাইক’ হরমনপ্রীতরা পাক বধ করতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট শাহের

অমিত শাহ লেখেন, ‘মহিলা বিশ্বকাপে যে ভাবে ভারতীয় মহিলা দল পাকিস্তানকে পরাজিত করল, তা একদম পারফেক্ট স্ট্রাইক।

Amit Shah Perfect Strike: India Women Crush Pakistan

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: এশিয়া কাপে তিনবার ভারতের কাছে দুরমুশ হয়েছে পাকিস্তান। এবার সেই রেশ ধরে চলতি মহিলা বিশ্বকাপে গত রবিবার হরমনপ্রীতদের কাছে পরাজিত হল পাক মহিলা দল। হরমনপ্রীত-রিচারা ৮৮ রানে দুরন্ত জয় ছিনিয়ে নিলেন। মহিলাদের এই পাক বধে দারুণ উচ্ছ্বসিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেশের মহিলা ব্রিগেডের এই জয়ের পর পরই সোশ্যাল মিডিয়ায় ম্যাচের ছবি পোস্ট করার পাশাপাশি একটি বিবৃতিও লেখেন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)।

আরও পড়ুনঃ আজ শুক্ল চতুর্দশী! গর্ভগৃহ ছেড়ে বিশ্রামাগারে মা তারা! তারাপীঠে ভক্তদের ঢল

সেখানে অমিত শাহ লেখেন, ‘মহিলা বিশ্বকাপে যে ভাবে ভারতীয় মহিলা দল পাকিস্তানকে পরাজিত করল, তা একদম পারফেক্ট স্ট্রাইক। তোমাদের এই জয়ের জন্য গোটা দেশের মানুষ যেমন গর্বিত, ঠিক তেমনই খুশি আমিও। এই জয়ের জন্য তোমাদের কুর্নিশ জানাই। আমার তরফ থেকে এই টুর্নামেন্টের আগামী ম্যাচেও যাতে তোমরা জয় পাও, তার শুভেচ্ছা রইল (Amit Shah)।’

Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/

প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া এশিয়া কাপের ফাইনালে যখন সূর্যকুমার-বুমরা-শুভমনরা পাকিস্তানকে হারিয়ে ট্রফি জয় করেছিল, তখন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় ভারতের এই জয়কে ‘অপারেশন সিঁদুর’-এর সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু শাহ সে পথে না হেঁটে হরমনপ্রীতদের জয়কে পুরোপুরি ‘পারফেক্ট স্ট্রাইক’ বলে উল্লেখ করলেন। শাহের এই টুইটের পর, অনেকেই মনে করছেন, আসলে শাহ ব-কলমে সার্জিক্যাল স্ট্রাইকের কথাই বোঝাতে চেয়েছেন (Amit Shah)।