চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আগামী মরশুমে তাঁর দলবদল ঘিরে নানারকম কথাই শোনা যাচ্ছে ফুটবল মহলের সর্বত্র। কখনও শোনা যাচ্ছে সৌদির মায়া ত্যাগ করে তিনি পাড়ি জমাবেন মার্কিন মুলুকে, আবার কখনও শোনা যাচ্ছে তিনি ফিরে যাবেন তাঁর দেশীয় ক্লাব স্যান্টোসে। আর যাঁর কথা বলা হচ্ছে, তিনি হলেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার।
[আরও পড়ুন: “ইউ আর মাই সোনিয়া”-গানের হুক স্টেপে স্ত্রীকে ভালোবাসা প্রকাশ, ভাইরাল ভিডিও]
প্রসঙ্গত, এবার বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী নেইমারকে আগামী মরশুমে দলে পাওয়ার জন্য খুবই উৎসাহী হয়ে উঠেছে স্যান্টোসের কর্তারা। কেননা চোটের কবলে থাকায় ব্রাজিলিয়ান তারকাকে এখনও শীর্ষ পর্যায়ের টুর্নামেন্টের জন্য নাম নথিভুক্ত করাননি সৌদির ক্লাব কর্তারা। এই সুযোগকেই কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছেন স্যান্টোস কর্তারা।
কিন্তু এখানেই আসল মজা। আর এই ক্ষেত্রে নেইমারকে দলে নেওয়ার ক্ষেত্রে এক অদ্ভুত তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাবটির কর্তারা। যা শুনলে খানিকটা হলেও ঘাবড়ে যাবেন অনেকেই। কি সেই প্রযুক্তি! সেটা হল, ফুটবল সম্রাট পেলে গত দু বছর আগেই প্রয়াত হয়েছেন। কিন্তু সেই পেলে আগামী মরশুমে কেন নেইমারের স্যান্টোসে ফিরে আসা উচিত তা নিয়েই বক্তব্য রাখছেন। যা দেখে আবেগাপ্লুত নেইমারের পরিবার সহ তাঁর ভক্তরা।
[আরও পড়ুন: নদিয়ায় রোহিঙ্গা প্রবেশ ঘিরে বিতর্কের ঝড়, আটক ৩]
এই প্রসঙ্গে ব্রাজিলিয়ান সংবাদপত্র সূত্রে খবর, নেইমারকে দলে নেওয়ার জন্য চেষ্টার কোনও ত্রুটি রাখছেন তাঁর শৈশবের ক্লাব কর্তারা। তবে নেইমারের ঘরে ফেরার বিষয়টি নিয়ে এখনও পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। তাই নেইমার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করে চেয়েছেন তাঁর দলবদল নিয়ে নেইমার শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত গ্রহণ করেন তার ওপর।