ad
ad

Breaking News

Karachi Stadium

নিজেদের ভুল বুঝতে পেরে ভারতের পতাকা টাঙাল পিসিবি

সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই নড়েচড়ে বসলেন পাক ক্রিকেট বোর্ডের কর্তারা।

PCB hoists Indian flag after realising their mistake

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: বুধবার থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শুরু হয়েছিল একের পর এক বিতর্ক। সব শেষে পিসিবি-র বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, করাচি স্টেডিয়ামে অন্য দেশের পতাকা থাকলেও ছিল না ভারতের পতাকা। সোশ্যাল মিডিয়ায় এই খবর ভাইরাল হতেই নড়েচড়ে বসলেন পাক ক্রিকেট বোর্ডের কর্তারা। উদ্বোধনী ম্যাচের আগেই দেখা গেল নিজেদের ভুল বুঝতে পেরেছে পাক ক্রিকেট বোর্ড। এখন করাচির ন্যাশানাল স্টেডিয়ামে টাঙানো রয়েছে ভারতের পতাকা। সোশ্যাল মিডিয়ায় সেই ভাইরাল হয়েছে ইতিমধ্যেই।

উল্লেখ্য, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। তাদের যে স্টেডিয়ামগুলিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলি অনুষ্ঠিত হবে সেগুলি হল করাচি, লাহোর ও রাওয়ালপিণ্ডি স্টেডিয়ামে। তাতে করাচির স্টেডিয়ামে কেন ভারতের পতাকা ছিল না, সেই ব্যাপারে পাক বোর্ডের এক কর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘যেহেতু পাকিস্তানে গিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে না, সেই কারণে ভারতের পতাকা লাগানো হয়নি। যে সমস্ত দেশ পাকিস্তানে যাচ্ছে তাদের পতাকাই পাকিস্তানের স্টেডিয়ামে টাঙানো হয়েছে।’

শুধু ভারতই নয়, করাচি ও লাহোরে ছিল না চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী বাংলাদেশের পতাকাও।  কেন তা ছিল না, সেই বিষয়ে জানাতে গিয়ে ওই কর্তা আরও বলেন, ‘বাংলাদেশ এখনও চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে এসে পৌঁছয়নি। কারণ, তারা দুবাইতে প্রথম ম্যাচ খেলবে ভারতের বিরুদ্ধে। সেই কারণেই তাদের পতাকা ছিল না। কিন্তু যে সমস্ত দেশ পাকিস্তানে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে বলে এসে পৌঁছেছে, তাদের পতাকা লাগানো হয়েছে।’

এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান জানান, ‘পিসিবি কর্তাদের আগে জানাতে হবে করাচির স্টেডিয়ামে ভারতের পতাকা প্রাথমিকভাবে লাগানো ছিল কি না, যদি তা না থাকে অবশ্যই পিসিবির করা উচিত ছিল।’