চিত্রঃ সংগ্রহিত
Bangla Jago Desk: সদ্য শেষ হয়েছে আইপিএল-র মেগা নিলাম। এর রেশ কাটতে না কাটতেই এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক নিয়ে বড় মন্তব্য করলেন কোহলির অভিন্ন হৃদয় বন্ধু এবি ডেভলিয়ার্স।
এই সম্বন্ধে মন্তব্য করতে গিয়ে ডেভলিয়ার্স বলেন, এবারের আইএস-এলে বেঙ্গালুরু দলটা যাঁদের নিয়ে তৈরি করা হয়েছে, তাই দেখে আমার মনে হচ্ছে, ২০২৫-এর আইপিএল-এ আরসিবির অধিনায়ক করা হবে বিরাটকেই।
কেন বিরাটকে অধিনায়ক করা হবে, তাঁর কারণ ব্যাখ্যা করতে গিয়ে কোহলির প্রিয় বন্ধু জানান, আগামী আইপিএল-র নিলামে নিজেদের দল তৈরির জন্য, আরসিবি কর্তৃপক্ষ হাত বাড়াননি শ্রেয়স আইয়ার থেকে শুরু করে ঋষভ পন্থ ও কেএল রাহুলের দিকে। এমনকি আরটিএম ব্যবহার করে ডুপ্লেসিকেও দলে রাখতে আগ্রহ প্রকাশ করেনি। সুতরাং বিরাটেরই অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে আমি মনে করি।
এদিকে ক্রুণাল পাণ্ডিয়া, ফিল সল্ট, ভুবনেশ্বর কুমারদের দলে নিলেও কাকে দলের অধিনায়ক করা হবে, সেই বিষয়ে এখনই কিছু স্পষ্ট করেননি আরসিবি কর্তৃপক্ষ।
সূত্রের খবর, এই মুহূর্তে দক্ষিণের দলটির দলনেতা কে হবে তা নিয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি। বিরাট এই মুহূর্তে দেশের হয়ে খেলার জন্য অস্ট্রেলিয়ায় রয়েছেন। পার্থ টেস্ট চলার মাঝেই তাঁর সঙ্গে আইপিএল-র দলগঠন নিয়ে একপ্রকার আলোচনা হয়েছে আরসিবি কর্তাদের। সুতরাং ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন আগামী আইপিএল-র বেঙ্গালুরুর দল গঠনে বিরাটের মতামতকেই প্রাধান্য দিয়েছিলেন আরসিবি কর্তারা।
উল্লেখ্য, ২০২১ সাল অবধি টানা হাইটেক নগরীর এই দলটির অধিনায়কত্ব করেছেন বিরাট কোহলি। তারপর ব্যর্থতার জেরে অধিনায়কের দায়িত্ব থেকে অব্যহতি নেন তিনি। কিন্তু তবুও বেঙ্গালুরু দলের কোনও উন্নতি হয়নি। এদিকে আরসিবি টিম ম্যানেজমেন্ট মনে করছেন, সেই সময় বিরাট আরসিবির পাশাপাশি জাতীয় দলের হয়ে তিন ফর্ম্যাটের ক্রিকেটেই অধিনায়কের দায়িত্ব সামলাতেন। ফলে তাঁর ওপর অনেকটাই চাপ ছিল। বর্তমানে বিরাট জাতীয় দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। এমনকি টি-টোয়েন্টিতে আর খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। সুতরাং তাঁকে অধিনায়কত্ব করার প্রস্তাব দিলে হয়তো তিনি রাজি হয়ে যাবেন বলেই মনে করছেন কর্তারা। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়!