চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: তীব্র তাপপ্রবাহে মৃত্যুর ঘটনা ঘটল ক্রিকেট মাঠে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে এই ঘটনায় মৃত্যু হয়েছে পাক বংশোদ্ভুত ক্রিকেটার জুনেইদ জাফর খানের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। জুনেইদ অস্ট্রেলিয়ার ওল্ড কনকোর্ডিয়ান্স ক্লাবের খেলোয়াড় ছিলেন।
সূত্রের খবর, বিগত এক সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহের কবলে পুড়ছে দক্ষিণ অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ অঞ্চল। এবং দাবদাহের মধ্যেই ক্রিকেট ম্যাচে প্রিন্স আলফ্রেড ওল্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ওল্ড কনকোর্ডিয়ান্সের।
[আরও পড়ুন: কাউন্সিলরকে মারধর ও খুনের হুমকি, গ্রেফতার ২]
সেই ম্যাচ চলাকালীন আচমকাই মাঠের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন ওই পাক বংশোদ্ভুত ক্রিকেটারটি। এরপর তাঁকে অসুস্থ হতে দেখে চিকিৎসার ব্যবস্থাও করা হয় দ্রুত। কিন্তু তবুও শেষরক্ষা হল না। চিকিৎসকদের সব চেষ্টাই ব্যর্থ করে ঘুমের দেশে পাড়ি দিলেন জুনেইদ।
জুনেইদ ২০১৩ সালে পাকিস্তান থেকে অস্ট্রেলিয়া আসেন। এবং সেখানে ক্রিকেট খেলার পাশাপাশি একটি তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীও ছিলেন। দলের খেলোয়াড়ের আকস্মিক প্রয়াণে গভীর শোকজ্ঞাপন করেছে ওল্ড কনকোর্ডিয়ান্স।
ক্লাবের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়েছে, ‘আমাদের ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্যের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। এবং তাঁর শোকতপ্ত পরিবারের প্রতিও রইল গভীর সমবেদনা।’