চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: চলতি আইএসএলে গত শুক্রবার প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল। ঘরের মাঠে মাধি তালাল, সউল ক্রেসপো, দিমিত্রি দিয়ামান্তাকসদের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছেন পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে থাকা নর্থ-ইস্ট ইউনাইটেড। ম্যাচের শেষে সাংবাদিক সম্মেলনে এসে লাল-হলুদের হেডস্যার অস্কার ব্রুঁজো জানান, নর্থ-ইস্টের বিপক্ষে এই জয় দলের আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে দিয়েছে। যা পরবর্তী ম্যাচগুলিতে ধরে রাখতে বদ্ধ পরিকর অস্কার।
এতদিন দলের ডিফেন্স লাইনআপ নিয়ে চিন্তার ভাঁজ কপালে ছিল লাল-হলুদ কোচের। তবে নর্থ-ইস্টের বিপক্ষে তাঁর ডিফেন্স যথেষ্ট মজবুত ছিল এবং কোনও গোল হজম করতে হয়নি ইস্টবেঙ্গলকে। এটা কি ডিফেন্স লাইনেও আত্মবিশ্বাস যোগাবে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লাল-হলুদ কোচ বলেন, অবশ্যই আত্মবিশ্বাস জোগাবে। এতদিন আমাদের ডিফেন্স লাইন আপ নিয়ে অনেক সমালোচনা হয়েছে। এবার আমার দলের ডিফেন্ডাররাও দেখিয়ে দিয়েছে তাঁদের সেরা পারফরম্যান্স। কিন্তু সোজা কথা আমার দল ঘরের মাঠে শক্তিশালী একটি দলকে হারিয়ে তিন পয়েন্ট ঘরে তুলেছে। এতেই আমি খুশি।
এই ম্যাচেও দুটো হলুদ কার্ড দেখে লালকার্ড দেখেন ডিফেন্ডার লালচুংনুঙ্গা। এই প্রসঙ্গে অস্কার বলেন, দলের প্রতিটি খেলোয়াড়কে মাঠে আরও ধৈর্য্যশীল হতে হবে। না হলে বিপদে পড়তে হবে আমাদের। কেননা রেফারির কোনও সিদ্ধান্তের বিরুদ্ধে অযথা মাথা গরম করা যাবে না। একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় লাল-কার্ড দেখলে দলের কতটা ক্ষতি হয় তা তাঁদের জানা। পরবর্তী ম্যাচগুলিতে এই ব্যাপারগুলোও আমাদের মাথায় রাখতে হবে।
আইএসএল-এ টানা সাত ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে লাল-হলুদকে। অবশেষে অষ্টম ম্যাচ শেষে জয় নিশ্চিত হয়েছে। এই ম্যাচে ইস্টবেঙ্গলের একমাত্র গোলটি এসেছে গ্রিক ফুটবলার দিমিত্রি দিয়ামান্তাকসের হেড থেকে। গোল করার পর সমর্থকদের উদ্দেশে লাল-হলুদ সমর্থকদের নয়নের মণি বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলকে জেতাতে পেরে দারুণ আনন্দিত আমি। পাশাপাশি অনেকদিন বাদে সমর্থকরাও আবার দলের জয় দেখতে পেয়েছেন। সুতরাং এর থেকে আনন্দ আর কিছু হতে পারে না বলেই জানান ইস্টবেঙ্গলের গ্রিক স্ট্রাইকার।
দলের এই সাফল্যের কৃতিত্ব নিজের কাঁধে একা না নিয়ে ম্যাচ জেতার কৃতিত্ব তিনি ভাগ করে দিলেন দলের সকল সতীর্থকে। বললেন, নর্থ-ইস্টের বিপক্ষে এই ম্যাচ জেতার জন্য আমরা সকলে মিলে একসঙ্গে লড়াই করেছি। আমরা সবাই ঠিক করেছিলাম এই ম্যাচে থেকে জয়ের আপ্রাণ চেষ্টা করবো নিজেদের সেরাটা দিয়ে। আমার ভাল লাগছে সেই কাজে আমরা সফল হয়েছি।
পাশাপাশি দলের পরিবর্তনের অন্যতম কোচ অস্কারকেও কৃতিত্বও দিলেন লাল-হলুদের গোলমেশিন। বললেন, অস্কার দায়িত্ব নিয়ে দলের অনেক কিছুর পরিবর্তন করে দিয়েছেন। তাঁর স্ট্র্যাটেজি মতো আমরা সবাই নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেই নর্থ-ইস্ট ম্যাচে সাফল্য পেয়েছি।
নর্থ-ইস্ট ম্যাচের পর প্রায় সাত দিনের মত বিশ্রাম পাবে ইস্টবেঙ্গল। এই সুযোগে দলকে আরও মজবুত করে নিতে পারবেন অস্কার। ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ আগামী ৭ ডিসেম্বর চেন্নাইতে। নর্থ-ইস্ট ম্যাচের জয়ের আত্মবিশ্বাসকে কাজে লাগিয়েই অ্যাওয়ে ম্যাচে চেন্নাইকে হারাতে মরিয়া বলেও জানান লাল-হলুদ কোচ অস্কার ও দিয়ামান্তাকস।