Bangla Jago Desk: প্যারিস অলিম্পিক্সে দাপটের সঙ্গে পারফর্ম করে চলেছে ভারতীয় হকি দল। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপ পর্যায়ে শেষ ম্যাচ খেলতে নেমে হকি দল ৩ – ২ ব্যবধানে জয়লাভ করেছে। এই জয়লাভ করার ফলে কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করল ভারতীয় টিম। সেই সঙ্গে ভারত বি গ্রুপের দ্বিতীয় স্থানে উঠে এল। এবার ভারতীয় হকি দলকে কোয়ার্টার ফাইনালে জার্মানি এবং গ্রেট ব্রিটেনের বিপক্ষে খেলতে হবে। ১৯৭২ সাল থেকে ভারতীয় হকি দল অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি কখনো। এত বছর পর হারাতে পারল টিম ইন্ডিয়া।
বলা ভালো যুদ্ধ জয় করেছে তারা প্যারিসে। স্বপ্নপূরণ হলো ভারতীয় হকি দলের । এদিন ভারতের হয়ে প্রথম গোল করেন অভিষেক সিং। তারপর হরমন প্রীত সিং করেন দুটো গোল। গতবার হকিতে পুরুষ দল ব্রোঞ্জ জয়লাভ করেছিল তবে এবার যে ছন্দে হরমনপ্রীত সিং রা এগিয়ে চলেছে বা গোল করে চলেছে সেখানে পদক জয়লাভ করবে বলেই মনে করা হচ্ছে ।
শুধু তাই নয় গতবার ব্রোঞ্জ পদক জিতলেও এবার সেই পদকের রং বদলাতে পারে বলে দেশবাসীর প্রত্যাশা। ৫২ বছর পর অজিদের বিরুদ্ধে দাপটে জয় ভারতের। দেশবাসীর প্রত্যাশা বাড়ছে হকি দলকে নিয়ে। ভারতীয় হকি দলের তরফে : শ্রীজেশ, হরমনপ্রীত, জারমনজিৎ, অমিত, সুমিত, হার্দিক, মনপ্রীত, অভিষেক, মনদীপ ও গুরজন্ত। তবে পরিবর্তরা হলেন : সঞ্জয়, বিবেক, রাজকুমার, সুখজিৎ ও ললিত।