ad
ad

Breaking News

Rishabh Pant

Rishabh Pant: অবসরের পর বন্ধু পুরানকে নিয়ে আবেগঘন পোস্ট পন্থের

চলতি আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন পুরান

Rishabh Pant nicholas pooran retires emotional tribute

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: মাত্র ২৪ ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটার নিকোলাস পুরান। মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন তিনি। চলতি আইপিএল-এ লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছেন পুরান। সেই সুবাদেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে দলের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে। বন্ধু পুরানের এমন সিদ্ধান্তের পরই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে আবেগঘন পোস্ট করলেন পন্থ (Rishabh Pant)।

[আরও পড়ুন: Vidyasagar Setu: ভোরবেলায় তিনদিন বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুটে বাড়বে চাপ ]

পুরানের উদ্দেশে পন্থ (Rishabh Pant) লেখেন, ‘বন্ধু আন্তর্জাতিক ক্রিকেটকে তুমি সদ্য বিদায় জানিয়েছ। কিন্তু ক্যারিবিয়ান ক্রিকেটের জন্য তুমি যে অবদান রেখে গিয়েছ তার জন্য তোমাকে কুর্নিশ জানাই। এর পাশাপাশি আমি গর্বিত আইপিএল-এ তোমার মত একজন সতীর্থ ও বন্ধু পাওয়ার জন্য। তোমার জন্য রইল শুভ কামনা।’

[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial

চলতি মরসুমে পন্থ লখনউ সুপার জায়ান্টের হয়ে দুরন্ত ছন্দে ছিলেন। ১৪ ম্যাচে তাঁর সংগ্রহ ৫২৪ রান। মোট ৪০টি ওভার বাউন্ডারির পাশাপাশি পাঁচটি অর্ধ্বশতরানও করেছেন পুরান। এমনকি চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধেও সেঞ্চুরিও ছিল তাঁর।