চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: বয়স মাত্র ২৯ বছর। এই বয়সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার নিকোলাস পুরান( Nicholas Pooran)। সোমবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের অবসরের কথা ঘোষণা করলেন এই ক্যারিবিয়ান তারকা। এবার থেকে শুধুমাত্র বিভিন্ন দেশের টি-টোয়েন্টিই লিগই খেলতে দেখা যাবে তাঁকে।
View this post on Instagram
পুরান দেশের জার্সিতে ৬১টি টি-টোয়েন্টি এবং ১০৬টি একদিনের ম্যাচ খেলেছেন। তাঁর মোট রান ৪,০০০। এই দুই ফর্ম্যাটের ক্রিকেটে পুরানের ব্যাট থেকে এসেছে তিনটি শতরান ও ২৪টা অর্ধ্বশতরান। ক্যারিবিয়ান জার্সি গায়ে টি-টোয়েন্টি ম্যাচে তিনি দলকে নেতৃত্বও দিয়েছেন ( Nicholas Pooran)।
[আরও পড়ুনঃ Celebrity News: বাবার জন্মদিনে বড় ঘোষণা দীপিকার! উদ্বোধন করলেন ব্যাডমিন্টন স্কুল]
পুরান তাঁর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের বার্তায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘এটা বড় কঠিন সিদ্ধান্ত ছিল আমার জীবনে। কিন্তু আমার কিছু করার নেই। আমার মনে হয়েছে এটাই সঠিক সময় এই সিদ্ধান্ত নেওয়ার।’
ক্যারিবিয়ান তারকার আরও বলেন, ‘ক্রিকেট আমাদের ভালবাসার খেলা। এই খেলাটি আমাদের অনেক কিছু দিয়েছে। আশাকরি ভবিষ্যতেও দেবে। দেশের জার্সিতে যে ম্যাচগুলি খেলার সময় অসাধারণ সব স্মৃতি রয়েছে। তার মধ্যে অন্যতম হল দেশের মেরুন জার্সি পরে যখন সহ খেলোয়াড়দের সময় জাতীয় সঙ্গীত গাইতাম। এই অনুভূতির মুহূর্ত আমি কখনই ভুলতে পারব না।’
[লিঙ্কঃ https://www.facebook.com/Banglajagotvofficial/]
সবশেষে পুরান জানান, ‘আমার ক্রিকেট জীবনে যাঁরা আমাকে সব সময় উৎসাহ দিয়েছেন, পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আমার পরিবারের সদস্যদের পাশাপাশি আমার প্রতিটি মুহূর্ত তোমরাও ভাগ করে নিয়েছ। এর জন্য আমি তোমাদের কাছে চির কৃতজ্ঞ।’
পুরানের জাতীয় দলের জার্সি গায়ে অভিষেক হয় ২০১৬ সালে। ২০২৩ সালে তিনি একদিনের ক্রিকেটে শেষ ম্যাচ খেলেছিলেন। কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে পুরান শেষ ম্যাচ খেলেছিলেন গত বছর বিশ্বকাপে।
উল্লেখ্য, মাত্র দিন দুয়েক আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানিয়েছিলেন হেনরিচ ক্লাসেন। এবার সেই পথেই হাঁটলেন পুরান-ও। পুরান চলতি বছরের আইপিএল-এ ঋষভ পন্থের লখনউ সুপার জায়ান্টের হয়ে মাঠে নেমেছিলেন। ক্রিকেটের এই মেগা ইভেন্টে ১৪টা ম্যাচে তাঁর সংগ্রহ ৫২৪ রান। এই টুর্নামেন্টে সর্বাধিক ৪০টি ছক্কা মারার রেকর্ডও গড়েছেন তিনি।