ad
ad

Breaking News

Neymar

মেসি, সুয়ারেজের সঙ্গে ফের খেলার স্বপ্ন সফল হবে না নেইমারের : মসচেরানো

নেইমারের দেখা সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই তা দূরে সরিয়ে দিলেন বর্তমান ইন্টার মিয়ামির কোচ জ্যাভেয়ার মাসচেরানো

Neymar's dream of playing again with Messi, Suarez will not succeed: Mascherano

চিত্র - সংগৃহীত

Bangla Jago Desk : বার্সেলোনার জার্সি গায়ে মেসি-সুয়ারেজের সঙ্গে জোট বেঁধে খেলেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। কিন্তু এই থ্রি মাস্কেটিয়ার্সের জুটি বেশিদিন স্থায়ী হয়নি। মেসি এবং সুয়ারেজ বর্তমানে ইন্টার মিয়ামিতে একসঙ্গে খেললেও, নেইমার এখন আলাদা ক্লাবে। ব্রাজিলিয়ান তারকা রয়েছেন সৌদির ক্লাব আল হিলালে রয়েছেন। সম্প্রতি নেইমার ইচ্ছা প্রকাশ করেছেন মেসি এবং সুয়ারেজের সঙ্গে ফের জুটি বেঁধে খেলার। কিন্তু নেইমারের দেখা সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার আগেই তা দূরে সরিয়ে দিলেন বর্তমান ইন্টার মিয়ামির কোচ জ্যাভেয়ার মাসচেরানো।

এই প্রসঙ্গে মাসচেরানো জানান, ‘বর্তমান ফুটবল বিশ্বে নেইমার যে অসাধারণ একজন খেলোয়াড়, তা সকলেই জানেন। ওঁকে দলে পেতে যে কোনও ক্লাবই আগ্রহ প্রকাশ করবে। কিন্তু আপনারা সকলেই জানেন মেজর লিগ সকারে বেতন সংক্রান্ত নিয়মগুলি। ফলে এই মুহূর্তে নেইমারকে দলে নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনও পরিকল্পনা বা ভাবনা নেই।’ 

[ আরও পড়ুনঃএবার অসমে মিলল এইচএমপিভি! আক্রান্ত ১০ মাসের শিশু]

একদা প্রিয় সতীর্থের সম্বন্ধে যখন দলের কোচ মাসচেরানো এই কথা বলছেন, সেই সময় তাঁর পাশে উপস্থিত ছিলেন ইন্টার মিয়ামির অন্যতম ফুটবলার লুইস সুয়ারেজ। প্রিয় বন্ধুর স্বপ্নকে নিয়ে সুয়ারেজ জানান, ‘বার্সাতে থাকাকালীন নেইমারের সঙ্গে জুটি বেধে মেসি আর আমি কাতালানদের জার্সিতে কি করেছি, সেটা সবাইকার জানা। কিন্তু আজ আমরা ভিন্ন ক্লাবে রয়েছি। তবে ভিন্ন ক্লাবে খেললেও আমাদের মধ্যে বন্ধুত্ব অটুট রয়েছে। তবে নেইমারের দেখা এই স্বপ্ন আপাতত বাস্তবায়িত হওয়া খুবই কঠিন।’