চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: আগামী মরসুম শুরু হওয়ার আগেই মোহনবাগানের ঘর ভাঙল বেঙ্গালুরু (Transfer Battle)। সূত্রের খবর, বাগানের উইঙ্গার আশিক করুনিয়ানকে ইতিমধ্যেই নিজেদের দলে নিয়ে নিয়েছেন বেঙ্গালুরু কর্তার (Transfer Battle)। এবার বেঙ্গালুরুর পথেই নাকি হাঁটতে চলেছে মুম্বই সিটি এফসি-ও। তাঁদের নজর বাগানের মিডিও অনিরুদ্ধ থাপার দিকে।
আরও পড়ুন: Salman Khan: প্রথমবার জুটিতে সলমন-চিত্রাঙ্গদা, কোন ছবিতে দেখা যাবে দুজনকে?
বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, বাগান টিম ম্যানেজমেন্ট যেভাবে মুম্বই থেকে আপুইয়াকে দলে নিয়ে তাদের মাঝমাঠকে কার্যত বে-লাইন করে দিয়েছিল, ঠিক সেই পথে মুম্বই-ও অনিরুদ্ধ থাপাকে দলে নিতে মরিয়া হয়ে উঠেছে। তবে এখনও এই বিষয়ে চূড়ান্ত কিছু হয়নি।
অপর দিকে আগামী মরসুমের জন্য ভাল দল গড়তে চেষ্টার কোনও ত্রুটি রাখছেন না ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট-ও। আগামী মরসুমের জন্য লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট প্রথম থেকেই আগ্রহী ছিল মুম্বইয়ের উইঙ্গার বিক্রম প্রতাপ সিং-র ওপর। শোনা যাচ্ছে, এই ব্যাপারে নাকি অনেকদূর কথাও গিয়েছে দুই পক্ষের মধ্যে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।