ad
ad

Breaking News

মোহনবাগান

এশিয়ান গেমসে প্লেয়ার ছাড়বে না মোহনবাগান!

Bangla Jago desk:  আগেই ভারতের হয়ে খেলার সময় চোট পেলেন মোহনবাগান সুপার জায়ান্টের আশিক কুরুনিয়ান। সেজন্য তাঁকে জাতীয় দলের শিবির থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এদিকে দরজায় কড়া নাড়ছে isl। কিন্তু আশিকের চোট কতটা গুরুতর, তা জানার জন্য ন্যূনতম কোনও পরীক্ষা করেনি aiff  বলে মোহনবাগান সুপার জায়ান্টের অন্দরমহলের তরফে দাবি করা হচ্ছে। সবুজ মেরুনের তরফে দাবি […]

Bangla Jago desk:  আগেই ভারতের হয়ে খেলার সময় চোট পেলেন মোহনবাগান সুপার জায়ান্টের আশিক কুরুনিয়ান। সেজন্য তাঁকে জাতীয় দলের শিবির থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এদিকে দরজায় কড়া নাড়ছে isl। কিন্তু আশিকের চোট কতটা গুরুতর, তা জানার জন্য ন্যূনতম কোনও পরীক্ষা করেনি aiff  বলে মোহনবাগান সুপার জায়ান্টের অন্দরমহলের তরফে দাবি করা হচ্ছে। সবুজ মেরুনের তরফে দাবি করা হচ্ছে তার চোট কোনো গুরুত্ব দিয়ে দেখা হয়নি । বেশ ক্ষুব্ধ মোহনবাগান ।সবুজ মেরুনের তরফে দাবি করা হয়েছে যে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) যে কাজটা করেছে, তাতে এশিয়ান গেমসের জন্য দলের অপর উইঙ্গার লিস্টন কোলাসাকে ছাড়া হবে কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা করে দেখা হবে।

যদিও এ বিষয়ে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি ক্লাবের তরফে । ক্ষুব্ধ মোহনবাগান শেষে কী করবে তার নিয়ে জল্পণা রয়েইছে ।মোহনবাগানের অন্দরমহলের তরফে দাবি করা হয়েছে যে কিংস কাপে ইরাকের বিরুদ্ধে ম্যাচে হাঁটুর লিগামেন্টের চোট বলে দাবি করেছে মোহনবাগান। চোটের জন্য ৫৭ মিনিটে তাঁকে তুলে দেওয়া হয়। চোট কতটা গুরুতর, সেটা নির্ধারণের জন্য ন্যূনতম কোনো পরিষেবা ও দেয়া হয়নি। উল্লেখ্য, আগামী ১৯ সেপ্টেম্বর ওড়িশার বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচ আছে মোহনবাগানের। তারপর ২৩ সেপ্টেম্বর রাউন্ডগ্লাস পঞ্জাব এফসির বিরুদ্ধে আইএসএলের প্রথম ম্যাচে নামবেন জুয়ান ফেরান্দোর ছেলেরা। আর এশিয়ান গেমসে ভারতের খেলা শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে।

উল্লেখ্য AIFF ও ক্লাবের মধ্যে লড়াই চলছে । একপক্ষ প্লেয়আর চাইলেও প্লেয়ার ছাড়তে নারাজ ক্লাব গুলো । এর আগেএশিয়ান কাপের জন্য ফুটবলারদের ছেড়ে দেওয়ার জন্য ক্লাব গুলির কাছে আবেদন করে ছিলেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। নভেম্বর ও ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে আইএসএল। আবার সেই সময়ই বিশ্বকাপের যোগ্যতা অর্জন ও এএফসি এশিয়ান কাপের ম্যাচে খেলতে নামার আগে প্রস্তুতি সারবে ভারতীয় ফুটবল দল। তবে লড়াই যেন চলছে এআই এফ এফ ও ক্লাবের মধ্যে । এবার মোহনবাগান নিজেদের খেলোয়াড় ছাড়বে কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।