ad
ad

Breaking News

মোহনবাগান

এএফসি কাপে দশমী কাটল ড্র দিয়ে

Bengla Jago Desk : ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপে মোহনবাগান ২-২ গোলে ড্র করল বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে। দশমীর দিন খেলায় দু’বার এগিয়ে গিয়েও জয় পেল না সবুজ মেরুন বাহিনী। ম্যাচ শেষে আবার বিতর্কে জড়ালেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। তিনি বাংলাদেশের ক্লাবের ফুটবলারকে ধাক্কা দেন, এই নিয়ে বড় ঝামেলা লাগতে পারত। কিন্তু দু’দলের ফুটবলাররা সজাগ […]

Bengla Jago Desk : ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপে মোহনবাগান ২-২ গোলে ড্র করল বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে। দশমীর দিন খেলায় দু’বার এগিয়ে গিয়েও জয় পেল না সবুজ মেরুন বাহিনী। ম্যাচ শেষে আবার বিতর্কে জড়ালেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। তিনি বাংলাদেশের ক্লাবের ফুটবলারকে ধাক্কা দেন, এই নিয়ে বড় ঝামেলা লাগতে পারত। কিন্তু দু’দলের ফুটবলাররা সজাগ থাকায় অশান্তি বড় আকার ধারণ করেনি।

মোহনবাগানের হয়ে প্রথম গোল করেন দিমিত্রি পেত্রাতোস। তাঁকে বল বাড়ান জেসন কামিন্স, তিনি বল জালে রাখতে ভুল করেননি। ম্যাচের বয়স সেইসময় ২৯ মিনিট। কামিন্স, বুমোস ও দিমিত্রি এই ত্রয়ীর সুন্দর ফুটবলের যোগফল এই গোল। ম্যাচের ৩৩ মিনিটে বসুন্ধরার পক্ষে দুরন্ত গোল করে সমতা ফেরান বিদেশি তারকা ডন। সেইসময় মোহনবাগান রক্ষণভাগ পুরো ফাঁকা। সবাই আক্রমণে উঠে গিয়েছিল। পাল্টা আক্রমণে গোল করে যায় বিপক্ষ তারকা।

মোহনবাগানকে ফের এগিয়ে দেন আশিস রাই। ম্যাচের ৫৪ মিনিটে লিস্টনের পাস থেকে দুর্দান্ত শটে বল জালে রেখেছেন। এবারও লিড ধরে রাখতে পারেনি মোহনবাগান। যিনি গোল করেছিলেন, সেই আশিসই বক্সের মধ্যে ফাউল করেন বিপক্ষের রবিনহোকে। রেফারি পেনাল্টি দিলে তিনি গোল করে ২-২ করেন। মোহনবাগান ডি গ্রুপে টানা দুটি ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছিল। এবার হোম ম্যাচে পয়েন্ট নষ্ট করলেও তারা শীর্ষে রয়েছে। এবার অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশে খেলতে যেতে হবে।

Free Access