ad
ad

Breaking News

FIFA World Cup

বর্ষ সেরার দৌড়ে ভিনি-হালান্ডদের সঙ্গে আছেন মেসিও

২০২৪-এর বর্ষ শেষ হতে আর বেশিদিন বাকি নেই। এবার ফুটবলের বর্ষসেরা ফুটবলার হিসেবে কে নির্বাচিত হবেন, তা অবশ্য জানা যাবে আরও বেশ কিছুদিন বাদে।

Messi is also in the running for Player of the Year with Vinicius and Haaland

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: ২০২৪-এর বর্ষ শেষ হতে আর বেশিদিন বাকি নেই। এবার ফুটবলের বর্ষসেরা ফুটবলার হিসেবে কে নির্বাচিত হবেন, তা অবশ্য জানা যাবে আরও বেশ কিছুদিন বাদে। তবে ফিফা ইতিমধ্যেই বর্ষসেরা ফুটবলার হওয়ার দৌড়ে থাকা ১১ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ভিনিসিয়াস-কার্ভাহালদের সঙ্গে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিও।

প্রসঙ্গত, মেসি এর আগে বর্ষসেরা ফুটবলার দ্য বেস্ট সম্মান জিতেছেন মোট তিনবার। তবে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর আর্জেন্টাইন মহাতারকা চলতি বছরের ব্যালন ডি’অর পুরস্কারের জন্য ৩০ জনের তালিকাতেও ছিলেন না।

উল্লেখ্য, ফিফা দ্য বেস্ট পুরস্কার পুরুষদের পাশাপাশি আরও ১০টি পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। এঁদের মধ্যে পুরুষ ও মহিলা দুই বিভাগে বর্ষসেরা খেলোয়াড়দের পাশাপাশি সঙ্গে আছেন বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কার। এ ছাড়া আছে ফিফা ফ্যান অ্যাওয়ার্ড।

ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার এই পুরস্কারগুলিতে নিজেদের পছ্দমতো খেলোয়াড় নির্বাচন করার ক্ষেত্রে ভোট দেওয়ার অধিকার রয়েছে সমর্থকদের। সেরা খেলোয়াড়, সেরা কোচ ও সেরা গোলরক্ষকের ক্ষেত্রে দর্শকদের ভোট সংখ্যা হচ্ছে মোট ভোটের চারভাগের একভাগ। বাকি তিনভাগ দেবেন ফিফার সদস্যদেশগুলির অধিনায়ক, কোচ ও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। আবার সেরা গোল ও সেরা একাদশে সমর্থকদের ভোটের হার অর্ধেক। সমর্থকরা এই ভোট দিতে পারবেন, ফিফার ওয়েবসাইটে। ভোট দেওয়ার শেষ দিন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

এবারের ফিফা দ্য বেস্টে বর্ষসেরা ১১ খেলোয়াড় হচ্ছেন জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র, দানি কারভাহাল, আর্লিং হলান্ড, টনি ক্রুস, রদ্রি, মেসি, ফেদেরিকো ভালভের্দে, ফ্লোরিয়ান রিৎজ ও লামিনে ইয়ামাল। তাঁদের মধ্যে ২০২৪ ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি, ভিনিসিয়ুস দ্বিতীয় ও বেলিংহাম তৃতীয় হন।

পুরুষদের বিভাগে বর্ষসেরা কোচের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তি,  আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি, লুই দে লা ফুয়েন্তে, পেপ গুয়ার্দিওলা ও জাবি আলোনসোরা। ফিফা সূত্রে খবর, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের ২০২৩ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় করেই তালিকা তৈরি করা হয়েছে।

এদিকে চলতি বছরের ব্যালন-ডি অর পুরস্কারের তালিকায় স্থান না পাওয়া আর্জেন্টিনাইন অধিনায়ক লিওনেল মেসি দ্য বেস্ট পুরস্কারের তালিকায় সেরা ১১-তে স্থান পাওয়ার বিষয়ে ফিফার ওয়েবসাইটে জানানো হয়েছে,  মেসির বয়স বর্তমানে ৩৭ হয়ে গেলেও ইন্টার মায়ামি ও আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে এখনও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

তাঁর এই দূরন্ত পারফরম্যান্সের জেরেই ২০২৩ সালের লিগস কাপ জয়ের পর ইন্টার মায়ামি ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জিতেছে। এই খেতাব জয়ের ক্ষেত্রে ইন্টার মিয়ামি মেজর লিগ সকারে অংশ নেওয়া দলগুলির মধ্যে রেকর্ড গড়েছে। এ ছাড়াও মেসির নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা, আর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে লাতিন আমেরিকা অঞ্চলে তিনি বছর শেষ করেছেন সর্বোচ্চ ৬ গোল নিয়ে।