চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: কথায় আছে ভাগ্যে থাকলে কেউ আটকাতে পারবে না। একদিন না একদিন ইচ্ছাপূরণ হয়ত ঠিক সেই পূরণ হয়। সেটাই প্রমাণ হয়ে গেল আরও একবার। সম্প্রতি এইরকম ইচ্ছাই পূরণ করে ফেললেন হেরল্ড টেরেন্স নামের এক ব্যক্তি। হ্যারাল্ড যে সে একজন ব্যক্তি নন, তিনি হলেন সেই ব্যক্তি যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই সময় আমেরিকার বিমান বাহিনীতে কর্মরত ছিলেন আজকের টেরেন্স। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির হয়ে এই ‘লড়াইতে’ অংশ নিয়েছিলেন তিনি। টেরেন্স মার্কিন বিমান বাহিনীর কর্পোরাল হিসেবে দায়িত্ব পালন করেছেন (Messi Fan)।
যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেও, এতদিন টেরেন্সের ইচ্ছা ছিল মাঠে গিয়ে বর্তমান বিশ্ব ফুটবলের অন্যতম সেরা আইকন লিওনেল মেসির খেলা দেখা। কিন্তু কিছুতেই সে ইচ্ছা তাঁর পূরণ হচ্ছিল না। অবশেষে তাঁর সেই স্বপ্ন সফল করলেন তাঁর নাতি টাইলার। মাঠের গ্যালারিতে বসে শতায়ু পার করা এই সৈনিক দেখলেন তাঁর আইকন মেসির ফুটবল পায়ে শিল্পের ছোঁয়া (Messi Fan)।
লিওনেল মেসির খেলা মাঠে বসে দেখা, তাও আবার শতায়ু পার করে। এটা ভাগ্য আর কপালে লেখা ছাড়া কি-ই বা বলা যেতে পারে। নিজের সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রাক্তন সৈনিক বলেন, ‘আমার এত বছর বয়সে এই প্রথম মাঠে গিয়ে ফুটবল খেলা দেখলাম। এমনকি স্বচক্ষে কোনও ফুটবলার যেমন মেসি-সহ কাউকেই দেখা সম্ভব হয়নি। কিন্তু টিভিতে ম্যাচ দেখেছি। তবে লাইভ নয়। কিন্তু এবার আমার নাতি সেই ইচ্ছা পূরণ করে দিল। খেলাটা ভালই দেখলাম। তবে রোমাঞ্চিত হইনি। নতুন একটা অভিজ্ঞতা অর্জন করলাম বলা যেতে পারে।’
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
এদিকে এই বিষয়ে দাদুকে ফুটবল মাঠে নিয়ে আসতে পেরে নাতি টাইলার বলেন, ‘দাদু এখন মুহূর্তে শতায়ু পার করে ফেলেছেন। সুতরাং এই বয়সের একজন মাঠে বসে খেলা দেখবেন, এটা ভাবাই যায় না। যাক দাদু সেটা করে দেখালেন। এরজন্য আমরা গর্বিত (Messi Fan)।’