চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: এবার নিজেই নিজের নামে একটি ফুটবল টুর্নামেন্ট চালু করতে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। সোশ্যাল মিডিয়ায় এই বার্তা দিয়েই আপামর ফুটবলপ্রেমীদের কার্যত চমকে দিয়েছেন তাঁদের প্রিয় লিও। গত বুধবার ‘মেসি কাপ’ চালু করার বার্তা দিয়েছেন মেসি। তবে এই টুর্নামেন্টটি হবে অনুর্ধ্ব-১৬ ফুটবলারদের নিয়ে। এবং টুর্নামেন্টটি অনু্ষ্ঠিত হবে মিয়ামিতে। ‘মেসি কাপে’ অংশগ্রহণ করার কথা রয়েছে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের পাশাপাশি ইউরোপের আরও বেশকিছু নামী ক্লাবের।
নিজের নামাঙ্কিত এই টুর্নামেন্ট সম্বন্ধে বলতে গিয়ে আর্জেন্টিনাইন অধিনায়ক জানান, ‘এই টুর্নামেন্টে প্রতিশ্রুতিমান খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকশিত করার সুযোগ পাবে। পাশাপাশি অনেক নামী দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও অর্জন করতে সমর্থ হবে তাঁরা। মেসি কাপ আগামী প্রজন্মের জন্য একটা সেরা উপহার।’
‘মেসি কাপ’ চালু হবে আগামী ৯ ডিসেম্বর থেকে। চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। মোট ৮টি দল অংশগ্রহণ করবে। জানা গিয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণ করবে ইন্টার মিয়ামি, রিভারপ্লেট, ম্যাঞ্চেস্টার সিটি, ইন্টার মিয়ামি, চেলসি, অ্যাটলেটিকো দি মাদ্রিদ এবং নিওয়েলস। টুর্নামেন্টির আয়োজন থেকে শুরু করে সমস্ত কাজ পরিচালনার দায়িত্ব রয়েছে মেসির নিজস্ব সংস্থা ‘৫২৫ রোজারিও’। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলি প্রথমে চারটি করে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে, তারপর সেখান থেকে প্লে-অফ এবং তারপরে ফাইনালে পৌঁছবে।