চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: বৃহস্পতিবার আইএসএল-র আর একটি হোম ম্যাচে মাঠে নামবে মহমেডান। প্রতিপক্ষ খালিদ জামিলের জামশেদপুর। যারা এই মুহূর্তে রয়েছে লিগ টেবিলের ৩ নম্বর স্থানে। কাজেই মহমেডানের থেকে সব দিকেই এগিয়ে রয়েছে খালিদ জামিলের দল। এই ম্যাচের আগে বুধবার সাংবাদিক সম্মেলনে এসে মহমেডানের অন্তরবর্তীকালন কোচ মেহেরাজউদ্দিন ওয়াদুর গলায় শোনা গেল সেই লড়াইয়ের আশ্বাসই।
মেহরাজ জানান, ‘জামশেদপুর চলতি আইএসএল-এ অন্যতম শক্তিশালী দল। যাঁরা ধারে ও ভারে আমাদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। তবু এই ম্যাচেও আমরা আমাদের শক্তি অনুযায়ী লড়াই করব। চেষ্টা করব ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তোলার।’
সাদা-কালো কোচ আরও বলেন, ‘আমাদের এই আইএসএল- থেকে হারাবার আর কিছু নেই। এখন যে কয়টা ম্যাচ আমাদের বাকি রয়েছে, সেইগুলি থেকে যাতে ভাল ফল করা যায়, সেদিকেই আমাদের ফোকাস থাকবে। আমরা সেই লক্ষ্য নিয়েই বাকি ম্যাচগুলিতে মাঠে নামব। আমার ছেলেরাও তৈরি রয়েছে বাকি ম্যাচগুলিতে নিজেদের সেরাটা দেওয়ার জন্য।’
উল্লেখ্য, আইএসএল-এ প্রথম ম্যাচে জামশেদপুরের কাছে ৩-১ গোলের ব্যবধানে হারতে হয়েছিল মহমেডানকে। সেই সময় অবশ্য মেহেরাজ দায়িত্বে ছিলেন না। ছিলেন রাশিয়ান কোচ চের্নিশভ। এখন তিনি দেশে চলে যাওয়ায় দলের দায়িত্ব সামলাচ্ছেন মেহেরাজ। তবে তিনি দায়িত্ব নিয়েও এখন অবধি দলের ভাগ্য বদলাতে পারেননি। এখন দেখা যাক বৃহস্পতিবারের ম্যাচে মহমেডান নিজেদের হোম ম্যাচে জামশেদপুরকে হারিয়ে জয়ের স্বাদ পায় কি না, তা সময়ই বলবে।