চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: মঙ্গলবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ইডেন গার্ডেন্সে শুরু হল ২০২৪-২৫ মরশুমের আন্তঃস্কুল মেয়র্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট। সিএবি এবং কলকাতা মিউনিপ্যাল কর্পোরেশন যৌথভাবে আয়োজন করেছে এবারের আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের। পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষও। চলতি বছরের মেয়র্স কাপে মোট ৬৪টি স্কুল অংশগ্রহণ করছে।
[আরও পড়ুন: Virat Kohli: কোহলির বন্দনায় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম]
এদিন প্রদীপ জ্বেলে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার। উপস্থিত ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যাও। এছাড়া উপস্থিত ছিলেন সিএবির স্কুল কমিটির চেয়ারম্যান সঞ্জয় দাস, সহ সভাপতি অমলেন্দু বিশ্বাস, কৌশিক মুখোপাধ্যায়, সিএবির অন্যতম জয়েন্ট সেক্রেটারি দেবব্রত দাস সহ বিশিষ্টজনেরা। কলকাতা নাইট রাইডার্সের প্রতিনিধি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিমানিস ভট্টাচার্য।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সিএবি প্রেসিডেন্ট জানান, এই টুর্নামেন্টে এবার সিএবির পাশাপাশি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে কেএমসিও। এই ব্যাপারে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। তাই সিএবির পক্ষ থেকে তাঁকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবারের আন্তঃস্কুল টুর্নামেন্ট থেকেই ভবিষ্যতে বাংলার এবং দেশের প্রতিভাবান ক্রিকেটাররা উঠে আসবেন বলেই জানান সিএবি প্রেসিডেন্ট।
মেয়র পারিষদ দেবাশিস কুমার জানান, ভবিষ্যতের তারকা ক্রিকেটারদের তুলে আনার জন্য আন্তঃস্কুল টুর্নামেন্ট ভীষণ জরুরি। সিএবি এবার সেটাই করেছে। আমি আশা করি ভবিষ্যতের অনেক তারকা ক্রিকেটার এই টুর্নামেন্ট থেকেই উঠে আসবে। এই ধরনের টুর্নামেন্ট করার জন্য দেবাশিস কুমার কৃতজ্ঞতা জানান সিএবির পাশাপাশি নাইট কর্তৃপক্ষকেও।
এবারের এই টুর্নামেন্টে মোট ১১১টি স্কুল অংশগ্রহণ করবে। শহরের ১৬টি জায়গায় খেলাগুলি অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী প্রতিটি স্কুলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি খেলাই হবে নকআউট পর্যায়ে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে ৩৩৩ রানে সেন্ট জন্স স্কুল হারাল পাঠভবন স্কুলকে। সেন্ট জন্স স্কুলের হয়ে অনবদ্য সেঞ্চুরি করেন সুভম কুমার প্রসাদ ও অমন খাড়ওয়ার। শুভম ১১৬ রানে অপরাজিত থাকেন। অপরদিকে আমন করেন ১১৪ রান। এই দুজনের শতরানের ফলেই ৪০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪২৩ রান তোলে সেন্ট জন্স।
[আরও পড়ুন: Jharkhand: রাত পোহালেই ভোট, তার আগে ঝাড়খণ্ডে অ্যাকশনে ইডি!]
জবাবে ব্যাট করতে নেমে ৩১.৩ ওভারে ৯০ রানেই অল আউট হয়ে পাঠভবন স্কুল। সেন্ট জন্সের হয়ে অখিলেশ নেন ৮ রানে ৩ উইকেট। ২৫ রানে সমসংখ্যক উইকেট ঝুলিতে পোড়েন পীযুশ করণ। এবং ওম কুমার নেন ১৪ রানে দুই উইকেট।