ad
ad

Breaking News

Emiliano Martinez

Emiliano Martinez: মার্তিনেজের দলবদল ঘিরে গুঞ্জন, কোন ক্লাবে যেতে পারেন তিনি

ত্রের খবর, অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে নেওয়ার জন্য অলআউটে ঝাঁপাতে রাজি ম্যান-ইউ কর্তারা।

Emiliano Martinez Manchester United Eye

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: আগামী গ্রীষ্মকালীন দলবদলের আসরে হয়ত সবচেয়ে বড় চমকটা দিতে পারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সূত্রের খবর, অ্যাস্টন ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে দলে নেওয়ার জন্য অলআউটে ঝাঁপাতে রাজি ম্যান-ইউ কর্তারা। ইতিমধ্যে, ব্রিটিশ ও আর্জেন্টিনার বেশ কিছু সংবাদমাধ্যম দাবি করেছে যে, মার্তিনেজের সঙ্গে নাকি ম্যান-ইউয়ের পক্ষ থেকে যোগাযোগ-ও করা হয়েছে (Emiliano Martinez)।

আরও পড়ুন: Air India Flight: মাঝ আকাশে পাখির ধাক্কা, জরুরি অবতারণ এয়ার ইন্ডিয়ার বিমানের

৩২ বছর বয়সী মার্তিনেজ বর্তমানে অ্যাস্টন ভিলার গোলরক্ষক হিসেবে দায়িত্ব সামালাচ্ছেন। তাঁর সঙ্গে ২০২৯ সাল অবধি চুক্তিও রয়েছে অ্যাস্টন ভিলার। তা সত্ত্বেও তাঁকে দলে পেতে ঝাঁপিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের পাশাপাশি সৌদির-ও বেশ কিছু ক্লাব। তবে বিশেষ সূত্রে জানা গিয়েছে, মার্তিনেজে নিজে নাকি সৌদিতে আসতে রাজি নন। তিনি প্রিমিয়ার লিগের কোনও ক্লাবে থেকে যেতে আগ্রহী (Emiliano Martinez)।

Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/

উল্লেখ্য, ২০১০ সালে প্রিমিয়ার লিগে খেলার জন্য টেমস পাড়ে এসেছিলেন মার্তিনেজ। তারপর থেকে তিনি এই টুর্নামেন্টেই খেলে চলেছেন। এদিকে রুবেন দলের দায়িত্ব নেওয়ার পর আসন্ন মরসুমের জন্য ঢেলে দল সাজাতে মাঠে নেমে পড়েছেন ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি। নতুন ভাবে দল তৈরি করতে একজন বিশ্বমানের গোলরক্ষক-ও তাঁদের দরকার বলে মনে করছেন ম্যান-ইউ টিম ম্যানেজমেন্ট। সেই কারণে এমির দিকে ঝুঁকেছেন তাঁরা। তবে এমি তাঁদের জালে ধরা দেবেন কি না, তা সময়ই বলবে (Emiliano Martinez)।