Bangla Jago TV Desk : তিনি ৪২-এ পা দিয়েছেন। তবুও ফিটনেস এতটুকুও কমেনি। তার গ্লামার ফিটনেস ধীরে ধীরে বাড়ছে কথা হচ্ছে ধোনিকে নিয়ে, ভাবছেন এবার কি করলেন তিনি ! অবসর নিয়ে নিলেন নাকি সিএসকে থেকে ? আরে না না ঘাবড়াবেন না, তাকে দেখা গেল টেনিস খেলতে, ক্রিকেট থেকে এত তাড়াতাড়ি অবসর নেবেন না। তবে টেনিসে যেভাবে তিনি প্রাকটিস করলেন , তাতে অনেকেই বলছেন পরবর্তীতে নিশ্চয় কোর্টে দেখা যাবে তাকে। সেই ভাইরাল ভিডিও দেখুন আপনিও, মাহি মানেই অবাক বিস্ময় ।
খেলার মাঠ থেকে ব্যক্তিগত জীবনে ধোনি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছেন । আর সেই মাহিকে এবার ভিন্ন মেজাজে ময়দানে দেখা গেল । না এটা অবশ্য ক্রিকেট বলের ২২ গজে নয় । কোর্টে দেখা গেল । টেনিস ব্যাট হাতে । ভারতের কিংবদন্তি অধিনায়ক এম এস ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছে টেনিস কোর্টে। কিছুক্ষণের টেনিস খেলা দেখে মন মজেছে সকলের । তবে দর্শকদের মনে আর একটা প্রশ্ন রয়েছে , ২০২৪ এর আইপিএলে মাহিকে দেখা যাবে তো ! ভক্তকূল কে কাঁদিয়ে তিনি এত তাড়াতাড়ি দল ছেড়ে চলে যাবেন না । এই প্রশ্ন সকলের । তাহলে ভেঙে পড়বে সমর্থকেরা , তার সতীর্থরা । চেন্নাই দলে তার অবদান সকলের নজর কাড়ে । ২০০৮ থেকে মাহির এই সম্পর্ক চেন্নাইয়ের সঙ্গে।
ক্রিকেটের পাশাপাশি কোর্টেও দেখা গেলে মন্দ হয় না বলেই মত সমর্থকদের। ভারতীয় ক্রীড়া জগতের ইতিহাসে কিংবদন্তী খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনি শুধু ভারতবাসীর কাছে নয়, সমগ্র বিশ্ববাসীর কাছে অবিস্মরণীয় নাম। ক্রীড়া ঐতিহ্যে ভারতীয় ক্রিকেটে অসাধারণ অধিনায়কত্বের জন্য তাকে ‘ক্যাপ্টেন কুল’ নামে আখ্যায়িত করা হয়েছে। ক্যাপ্টেনিং, কিপিং, ব্যাটিং, ফিল্ডিং – সর্বত্রই তিনি তাঁর কৃতিত্বের পরিচয় রেখে দীর্ঘদিন ধরে ক্রিকেটপ্রেমী বিশ্ববাসীকে মোহিত করে রেখেছেন। ৪২ এর দোড় গোড়াতেও যে কোনো খেলোয়াড় কে ওপেন চ্যালেঞ্জ দিতে সক্ষম । সমর্থকেরা যদিও মজা করে বলছে , এই চ্যালেঞ্জ নিয়েই নিশ্চয় একদিন তাকে দেখা যাবে লাল কোর্টে ।
FREE ACCESS