চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: কুয়াদ্রাত জমানা শেষ হওয়ার পর ইস্টবেঙ্গলে শুরু হয়েছিল অস্কার জমানা। মাঝপথে আনফিট একটা দলের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে অস্কার স্বপ্ন দেখেছিলেন লাল-হলুদ ব্রিগেডের প্রতীক মশালকে ফের প্রজ্জ্বলিত করতে পারবেন আইএসএল-র মঞ্চে। চেষ্টার কোনও ত্রুটি রাখেননি অস্কার। কিন্তু এই কাজে ভাগ্য তাঁর সঙ্গ দিল না।
আবার কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করল দলের বেশ কিছু সিনিয়র ফুটবলারের চোট-আঘাত ও কার্ড সমস্যা। ভুটানে এএফসি চ্যালেঞ্জ শিল্ডে দূরন্তভাবে ফিরে আসার পর অনেকেই স্বপ্ন দেখেছিলেন ইস্টবেঙ্গল এই পারফরম্যান্স ধরে রাখতে পারলে আইএসএল-র সুপার সিক্সে পৌঁছতে পারবে। সেই লক্ষ্য নিয়েই আইএসএলের মঞ্চে শুরু হয়েছিল লাল-হলুদের অস্কার অধ্যায়। পরপর দুটি ম্যাচে জয়ের পর, তৃতীয় ম্যাচ থেকেই ফের পয়েন্ট নষ্ট শুরু করে ইস্টবেঙ্গল। রবিবার এফসি গোয়ার কাছে হারের পর তা আরও স্পষ্ট হয়ে যায়। ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে এসে সে কথা স্পষ্ট করেও বলে দিলেন ইস্টবেঙ্গলের হেডস্যার।
অস্কার বলেন, ‘এফসি গোয়ার কাছে হারের পর তাঁদের সুপার সিক্সে জায়গা করে নেওয়া খুব কঠিন। সেই কারণে আমি ছেলেদের বলেছিলাম, সুপার সিক্সে খেলতে হলে টানা তিনটি ম্যাচে জয় দরকার। কিন্তু সেটা আর সম্ভব হল না। এমনকি মানালোর দলের কাছে হেরে গিয়েই আমাদের সুপার সিক্সে ওঠার স্বপ্ন কার্যত শেষই হয়ে গেল।’
এর পাশাপাশি অস্কার গোয়া ম্যাচের জন্য কাঠগড়ায় তুললেন তাঁর ভঙ্গুর রক্ষণভাগকেই। কেননা এবারের আইএসএল- লাল-হলুদকে প্রতিটি ম্যাচেই ভুগতে হয়েছে ডিফান্ডারদের মারাত্মক ভুলে। রবিবারও এর ব্যতিক্রম হল না। এই সম্বন্ধে নিজের মত জানাতে গিয়ে লাল-হলুদের কোচ জানান, ‘আমাদের বক্সে এসে ব্রাইসন দীর্ঘদেহী ডিফেন্ডারদের মাঝখান দিয়ে উঠে গোল করে গেল। ডিফেন্ডার এবং গোলরক্ষক দাঁড়িয়ে দেখল।
তারপর গোল খাওয়ার পর আমরা কতগুলি সুযোগ নষ্ট করেছি, তা তো খেলা দেখলেই বোঝা যাবে। কিন্তু একটা আক্রমণ থেকেও আমরা গোল তুলে নিতে পারলাম না। সেক্ষেত্রে গোয়ার রক্ষণভাগের খেলোয়াড়দেরই কৃতিত্ব দিতে হবে।’
তবে চলতি আইএসএল-এ প্লে অফের ওঠা কার্যত শেষ হয়ে গেলেও, দলকে পয়েন্ট টেবিলের একটা ভাল জায়গায় রেখেই মরশুম শেষ করতে চান অস্কার। ‘আইএসএল-র পয়েন্ট টেবিলে যাতে যতটা ওপরে ওঠা সম্ভব হয় আমাদের সেটাই করতে হবে। এবং এরজন্য বাকি ম্যাচগুলিতে জয় না পেলে তা সম্ভব নয়। সুতরাং জয়ই আমাদের মূল লক্ষ্য। এর মধ্যে চোট সারিয়ে সবাই ফিরে এলে আশা করি আমরা ভাল খেলে সেই লক্ষ্যে পৌঁছতে পারব।’