ad
ad

Breaking News

Liverpool

টটেনহামের বিরুদ্ধে দাপুটে জয়ে লিগ কাপের ফাইনালে লিভারপুল

লিভারপুল এখন ১১তম লিগ কাপ শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে। নিউক্যাসলকে ফাইনালে হারাতে পারলে ১০ ট্রফি জিতে শীর্ষে থাকা লিভারপুলের রেকর্ডটা আরও সমৃদ্ধ হবে।

Liverpool into League Cup final with emphatic win over Tottenham

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: লিগ কাপে সবচেয়ে বেশি খেতাবজয়ী দল লিভারপুল। পাশাপাশি প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নও। তবে সেমিফাইনালের প্রথম লেগে টটেনহামের কাছে ০-১ গোলে হেরে যাওয়ায় আশঙ্কা ছিল বিদায়ের। কিন্তু সব আশঙ্কা উড়িয়ে লিভারপুল বৃহস্পতিবার রাতে ফিরতি লেগ জিতেছে ৪–০ গোলে। লিভারপুলের জয়ে গোল করেছেন কোডি গাকপো, মহম্মদ সালাহ, দমিনিক সোবোসলাই এবং ভার্জিল ফন ডাইক। খেতাব ধরে রাখার ফাইনালে লিভারপুল মুখোমুখি হবে নিউক্যাসলের। অন্য সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে আর্সেনালকে ৪–০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে নিউক্যাসল।

অ্যানফিল্ডে শুরু থেকে আগ্রাসী লিভারপুল প্রথম গোলটি আদায় করে ৩৪ মিনিটে। গাকপো করেন দলের হয়ে প্রথম গোল। ১–০ গোলে এগিয়ে বিরতিতে যায় লিভারপুল। বিরতির পর লিভারপুলকে পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি এনে দেন সালাহ। এটি চলতি মরসুমে সালাহর করা অষ্টম পেনাল্টি গোল।

২০১৩–১৪ মরসুমে স্টিভেন জেরার্ডের করা ১১ পেনাল্টি গোলের পর লিভারপুলের হয়ে সালাহর ৮ গোলই এখন সর্বোচ্চ। ম্যাচের ৭৫ মিনিটে লিভারপুলের হয়ে ব্যবধান ৩–০ করেন সোবোসলাই আর ৮০ মিনিটে চতুর্থ গোলটি করে ম্যাচ একরকম শেষ করেন ফন ডাইক। ২০১৮ সালে লিভারপুলের জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ গোল করেছেন ফন ডাইক, যা প্রিমিয়ার লিগের ডিফেন্ডারদের মধ্যে সর্বোচ্চ। 

এই জয়ে লিভারপুল এখন ১১তম লিগ কাপ শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে। নিউক্যাসলকে ফাইনালে হারাতে পারলে ১০ ট্রফি জিতে শীর্ষে থাকা লিভারপুলের রেকর্ডটা আরও সমৃদ্ধ হবে।

এই তালিকায় দুই নম্বরে ৮ ট্রফি জেতা ম্যাঞ্চেস্টার সিটি। শুধু খেতাব জেতাতে নয়, ফাইনালে খেলাতেও সবার ওপরে আছে লিভারপুল। এ নিয়ে ১৫ বার ফাইনালের টিকিট পেয়েছে লিভারপুল, যা কিনা দ্বিতীয় দ্বিতীয় স্থানে থাকা চেলসি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের চেয়ে ৫ বার বেশি।

টটেনহামের বিপক্ষে দাপুটে এই জয়ের পরও অবশ্য খুশি নন লিভারপুল ডিফেন্ডার ফন ডাইক। তিনি বলেছেন, ‘আমাদের সামগ্রিকভাবে আরও ভাল খেলা দরকার ছিল। আমার এখনও মনে হয় প্রথমার্ধে আমরা আরও আগ্রাসী খেলতে পারতাম এবং বিপক্ষকে আরও চাপে ফেলতে পারতাম। আমি দলের খেলোয়াড়দেরও একই কথা বলেছি। তবে যেভাবে জিতেছি সেটা দলের জন্য দারুণ। আমরা এখন এফএ কাপে মনোযোগ দেব।’