Bangla Jago TV Desk : লিটন দাসের দ্বিতীয়বার দেশে ফেরাটাকে ভালো চোখে দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এক বিশ্বকাপে দুবার দেশে ফিরেছেন লিটন দাস। গত ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে কলকাতা থেকে এক দিনের জন্য দেশে ফিরেছিলেন তিনি। গত সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলে মঙ্গলবার দেশে ফিরেছেন লিটন। বিশ্বকাপের মাঝে তার এই দ্বিতীয়বার দেশে ফেরাতে ক্ষুব্ধ ক্রিকেট বোর্ড। বিসিবি সময় বেঁধে দিয়েছে, আগামী শুক্রবারের মধ্যে পুনেতে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে লিটনকে। অনুশীলনও করতে হবে।
সূত্র জানিয়েছে, লিটনের এবারের দেশে ফেরাটাকে সহজভাবে নিতে পারছে না টিম ম্যানেজমেন্ট ও বিসিবি। দিল্লিতে চন্ডিকা হাথুরুসিংহের কাছে দেশে ফেরার জন্য ছুটি চাইলে কোচ নাকি লিটনকে বলেছিলেন, বিসিবি রাজি থাকলে তাঁর আপত্তি নেই। পরে লিটন দ্বারস্থ হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদের। মাহমুদই ঢাকায় কথা বলে লিটনের ছুটি মঞ্জুর করেন। বিশ্বকাপের মধ্যে বারবার দেশে আসা নিয়ে ঢাকা থেকে আপত্তি তোলা হলেও লিটন এই যুক্তিতে ছুটি পেয়ে যান যে জোর করে দলের সঙ্গে রেখে দিলে তিনি যদি অনুশীলন আর খেলায় মন না বসান! তার চেয়ে দেশে এসে একটা দিন কাটিয়ে যাওয়া ভালো। মানবিক দিক বিবেচনা করে লিটনকে আবারও দেশে আসার অনুমতি দেওয়া হলেও বিষয়টি নিয়ে বিসিবি কর্তারা বিরক্ত।
লিটনের দেশে আসার খবর পেয়ে চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। লিটন যদি শর্ত মেনে শুক্রবারের মধ্যে পুনেতে ফিরে না যান, তাহলে তাঁর ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে পারে বিসিবি। ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল। অন্যদিকে গুঞ্জন ছড়িয়েছিল, স্ত্রী সন্তানসম্ভবা বলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজ থেকেও ছুটি চেয়েছেন লিটন। যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন।
FREE ACCESS