ad
ad

Breaking News

Lionel Messi

উত্তরবঙ্গের বন্যা কবলিতদের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন মেসি

শোনা যাচ্ছে আগামী ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে এক অনুষ্ঠানে যোগ দেবেন লিওনেল মেসি।

lionel-messi-north-bengal-flood-relief-donation-kolkata

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: সম্প্রতি বন্যার পড়ে ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার বিস্তীর্ণ অঞ্চল। এই ঘটনায় যেমন ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক তেমনি ঘটেছে প্রাণহানির ঘটনাও। বাংলার উত্তরবঙ্গের জেলাগুলির এইরকম অবস্থা দেখে মন উতাল হয়ে উঠেছে আর্জেন্টিনার অধিনায়কের। তিনি আগামী ডিসেম্বর মাসে কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে উত্তরবঙ্গের মানুষদের সাহায্যের জন্য ১০ লক্ষ টাকার চেক তুলে দেবেন। বৃহস্পতিবার এই খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানান শতদ্রু দত্ত। যাঁর হাত ধরেই দ্বিতীয়বার কলকাতায় আসছেন আর্জেন্টাইন অধিনায়ক।

শোনা যাচ্ছে আগামী ১৩ ডিসেম্বর যুবভারতী ক্রীড়াঙ্গনে এক অনুষ্ঠানে যোগ দেবেন লিওনেল মেসি। সেই অনুষ্ঠানে মেসিকে সংবর্ধনা জানাতে উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ রাজ্যের আরও হেভিওয়েট মন্ত্রী ও ভিভিআইপিদের। সেই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রীর হাতে ১০ লক্ষ টাকার চেক তুলে দেবেন মেসি। 

এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় শতদ্রুত দত্ত লেখেন, ‘জিওএটি ট্যুর ইন্ডিয়ার পক্ষ থেকে আমার একজন স্পনসর উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষের পাশে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ লক্ষ টাকা সাহায্য করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা ওই টাকা মেসির হাত দিয়েই মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে বলে আপাতত ঠিক হয়েছে।’

প্রসঙ্গত, শুধু কলকাতাই নয়, আর্জেন্টাইন অধিনায়ক এরপর দিল্লি, আহমেদাবাদ এবং মুম্বইতে যাবেন। তবে সবার আগে কলকাতায় পদাপর্ণ করবেন আর্জেন্টাইন অধিনায়ক। তারপর যাবেন বাকি জায়গাগুলিতে। ইতিমধ্যে শহর কলকাতার মেসি ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ফুটবলের রাজপুত্রকে দেখার জন্য। এবং তাঁদের আশা মেসির হাত দিয়ে উত্তরবঙ্গের বন্যা কবলিত মানুষদের সাহায্যের জন্য অর্থ মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হলে তা যে বাড়তি একটা মাত্রা পাবে তা আর বলার অপেক্ষা রাখে না।