ad
ad

Breaking News

লিওনেল মেসি

কন্যা সন্তান চান লিও মেসি! তাহলে কি আসছে সুখবর?

Bangla Jago Desk: তিন সন্তানের বাবা লিওনেল মেসি। কেরিয়ারের পাশাপাশি সাংসারিক দিক থেকেও যথেষ্ট সুখী মানুষ আর্জেন্টিনার বিশ্বকাপার। থিয়াগো, মাতেও এবং সিরো সঙ্গে স্ত্রী আন্তোনেলাকে নিয়ে এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন মেসি। তবে তিন ছেলে ছাড়াও মেসির এখন কন্যাসন্তানের বাবা হতে চান। সম্প্রতি এটি সাক্ষাৎকারে এমনই ইচ্ছাপ্রকাশ করেছেন লিও মেসি। তিনি জানিয়েছেন, ”আরও একজন সন্তান আসুক […]

Bangla Jago Desk: তিন সন্তানের বাবা লিওনেল মেসি। কেরিয়ারের পাশাপাশি সাংসারিক দিক থেকেও যথেষ্ট সুখী মানুষ আর্জেন্টিনার বিশ্বকাপার। থিয়াগো, মাতেও এবং সিরো সঙ্গে স্ত্রী আন্তোনেলাকে নিয়ে এই মুহূর্তে আমেরিকায় রয়েছেন মেসি। তবে তিন ছেলে ছাড়াও মেসির এখন কন্যাসন্তানের বাবা হতে চান। সম্প্রতি এটি সাক্ষাৎকারে এমনই ইচ্ছাপ্রকাশ করেছেন লিও মেসি। তিনি জানিয়েছেন, ”আরও একজন সন্তান আসুক আমাদের সংসারে। দেখা যাক কন্যা সন্তান আসে কিনা।”

এই সাক্ষাৎকারে মেসি তাঁর দৈনিক জীবনযাপনের বিষয়ে বলেছেন। তিনি বলেন, ”সকাল থেকে বেলা একটা পর্যন্ত ট্রেনিং করি। তারপর বাড়ি ফিরে ফ্রেশ আমি আর স্ত্রী একসঙ্গে লাঞ্চ সারি। এরপর একটু ঘুমিয়ে নিই, তার পরে টিভি বা মুভি দেখি। বিকেলের দিকে ছেলেদের সঙ্গে সময় কাটাই। রাত ৯ টার সময়ে তাঁরা ঘুমোতে যায়। সেই সময়ে আমি এবং আন্তোনেলা একটু বিশ্রাম পাই। রাতের খাবার শেষে আমরা দুজনে টিভি দেখি। ফুটবল নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। ঘর সামলানো, ছেলেদের দেখেশোনা করেন আন্তোনেলা।”

বর্তমানে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামি দলে রয়েছেন মেসি। ইউরোপ ছেড়ে আমেরিকায় আসার পেছনে রয়েছে পরিবার। স্ত্রী এবং সন্তানকে আরও বেশি সময় দিতে চান তিনি। জীবনে সবই তাঁর পাওয়া হয়ে গিয়েছে তাঁর। ব্যক্তিগত মাইলস্টোন আর তাঁকে প্রভাবিত করে না বলে জানিয়েছে বিশ্ববিখ্যাত ফুটবলার। তাই ফ্রান্স থেকে আমেরিকায় আসার পরে অভ্যাসে পরিবর্তন ঘটিয়েছেন ৩৬ বছর বয়সি মহাতারকা। ফলে এবার মেসির সংসারে সত্যিই কন্যা সন্তান আসবে কিনা, সেটা সময়ই বলবে।