চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: গত বুধবার গ্যাস্ট্রো এন্টেরাইটিসে (পরিপাকতন্ত্রে সমস্যা)-র কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল রিয়াল মাদ্রিদের ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপেকে। বৃহস্পতিবার রাতে মাদ্রিদের ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এমবাপে। রিয়ালের পক্ষ থেকে এক মুখপাত্র সংবাদমাধ্যমের কাছে জানান, ‘বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তাদের ফরাসি স্ট্রাইকার। আপাতত তিনি চিকিৎসকদের পরামর্শ মেনেই চলবেন। এবং খুব শীঘ্রই এমবাপে দলের সঙ্গে যোগ দেবেন (Kylian Mbappe)।’
আরও পড়ুন: Indian Student: কানাডায় ফের ভারতীয় পড়ুয়ার রহস্যমৃত্যু
বর্তমানে ক্লাব বিশ্বকাপের আসর শুরু হয়ে গিয়েছে। সেই কারণে এখন রিয়াল মাদ্রিদের সঙ্গেই ছিলেন ফরাসি স্ট্রাইকার। মঙ্গলবার প্রথমে জানা গিয়েছিল, জ্বরে আক্রান্ত হওয়ার ফলে পাম বিচে দলের অনুশীলনে অংশ নিতে পারেননি (Kylian Mbappe)। এমনকি বুধবার রাতের ম্যাচে আল হিলালের বিপক্ষে তাঁকে ছাড়াই মাঠে নামতে হয় রিয়ালকে। সেই ম্যাচের পর রিয়ালের পক্ষ থেকে জানানো হয়, এমবাপে গ্যাস্ট্রো এন্টেরাইটিসে আক্রান্ত হওয়ার ফলে ফরাসি স্ট্রাইকারের বমি ও পেটে ব্যথা শুরু হয়। তারপরই হাসপাতালে ভর্তি করানো হয়। এবং সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে, তার পাশাপাশি হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল এমবাপকে। তবে এখন হাসপাতাল ছাড়া পেয়ে এমবাপে রিয়াল শিবিরে যোগ দেওয়ায় স্বস্তির হাওয়া আলানসোর দলে (Kylian Mbappe)।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/193NB43TzC/