ad
ad

Breaking News

Novak Djokovic

অস্ট্রেলিয়ায় তাঁকে ‘বিষাক্ত’ খাবার দেওয়া হয়েছিল, দাবি জোকারের

ভিসা বাতিলের পাশাপাশি তাঁকে অস্ট্রেলিয়া থেকে বার করে দেওয়ারও চেষ্টা করা হয়।

Joker claims he was given 'poisoned' food in Australia

চিত্র : সংগৃহীত

Bangla Jago Desk: সাল ২০২২। অস্ট্রেলিয়া ওপেন টুর্নামেন্টে টেনিস তারকা নোভাক জকোভিচকে অংশগ্রহণ নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছিল। আয়োজক সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছিল মারণ রোগ করোনার টিকা না নিলে জোকার-সহ প্রত্যেক খেলোয়াড়কে অস্ট্রেলিয়া ওপেনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

তবে শেষপর্যন্ত আয়োজকরা জোকারের বিষয়ে সিদ্ধান্ত কিছুটা শিথিল করলে, তাঁর আচরণ নিয়ে ভালভাবে মেনে নেয়নি অস্ট্রেলিয়ার সরকার এবং আয়োজকরা। এর ফলস্বরূপ সার্বিয়ান তারকাকে অনেক সমস্যার মুখেও পড়তে হয়েছিল।

ভিসা বাতিলের পাশাপাশি তাঁকে অস্ট্রেলিয়া থেকে বার করে দেওয়ারও চেষ্টা করা হয়। কিন্তু কোনওটাতেই সফল না হয়ে শেষ পর্যন্ত তাঁকে যখন হোটেল কার্যত অনুপ্রবেশকারীর তকমা দিয়ে বন্দি অবস্থায় রাখা হয়, সেই সময় তাঁর ‘বিষাক্ত খাবার’ দেওয়া হয়েছিল বলে মারাত্মক অভিযোগ করেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ। আর এমনই মারাত্মক অভিযোগ জোকার করলেন ঠিক দু বছর বাদে।

এই প্রসঙ্গে সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে জোকার জানান, ‘২০২২ সালে অস্ট্রেলিয়া ওপেন চলার সময় যখন আমাকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে হোটেলে বন্দি করে রাখা হয়েছিল, সেই সময় আমার শারীরিক সমস্যা দেখা দিয়েছিল। আমার মনে হয়েছিল, যে খাবার আমাকে দেওয়া হয়েছিল সেটা ‘বিষাক্ত’ খাবার ছিল।

এখানেই থেমে না থেকে জোকার আরও বলেন, ‘এরপর যখন আমি আমার নিজের দেশ সার্বিয়ায় ফিরে যাই, তখন আমি আমার শারীরিক সমস্যাগুলো উপলব্ধি করি।’ এবং অস্ট্রেলিয়ায় যে তাঁর খাবারে বিষ প্রয়োগ করার ফলেই যে তাঁর এমন সমস্যা হয়েছিল তা স্পষ্টভাবে স্বীকার করেন ২৪টি গ্র্যান্ডস্লামজয়ী তারকা।  

জোকারের এমন অভিযোগ পাওয়ার পর অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের পক্ষ থেকে এক আধিরকারিক কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে সূত্রের খবর, অজি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জোকার যে হোটেলে ছিলেন সেই হোটেলের সঙ্গে লিজ চুক্তি ছিল। এবং সেখানে আটক সমস্ত ব্যক্তিদের দুই বেলায় টাটকা খাবার দেওয়াই হয়েছে।

সব শেষে জোকার জানান, ‘অস্ট্রেলিয়ায় আমার সঙ্গে যে রকম আচরণ করা হয়েছে, তার পলে বিশ্বের অনেক প্রান্তেই বহু অজি নাগরিকদের সঙ্গে আমার কথা হয়েছে, এবং তাঁরা আমার কাছে এমন ঘটনার জন্য দুঃখপ্রকাশও করেছেন। তাঁদের কাছে এই কারণে আমি কৃতজ্ঞ।’