ad
ad

Breaking News

Jay Shah

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটাতে আগামিকাল বৈঠকে বসতে পারেন জয় শাহ

সদ্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মসনদে আসীন হয়েছেন জয় শাহ।

Jay Shah may hold a meeting tomorrow to resolve the complications regarding the Champions Trophy

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: সদ্য ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার মসনদে আসীন হয়েছেন জয় শাহ। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে তাঁকে সমাধানের সূত্র বার করতে হবে তারমধ্যে অন্যতম হল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে প্রতিবেশী দুই দেশের মধ্যে জটিলতা কাটানোর।

কেননা, ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা রয়েছে পাকিস্তানে। বিসিসিআই আগেই জানিয়ে দিয়েছে, ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত নয়। কাজেই ক্রিকেটারদের নিরাপত্তার স্বার্থের কথা ভেবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেল ফলো করা হোক। কিন্তু পিসিবি ভারতের এই সিদ্ধান্ত কিছুতেই মানতে চাননি।

তাদের দাবি, কূটনৈতিক সম্পর্ক খারাপ হলেও পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা ভারতের ক্রিকেটারদের যথেষ্ট ভালবাসেন, শ্রদ্ধা করেন, তাঁরা মুখিয়ে থাকেন ভারতের ম্যাচ দেখার জন্য। কাজেই তাঁদের স্বার্থে ভারতের পাকিস্তানে আসা উচিত। এমনকি উদাহরণ হিসেবে পিসিবি আরও জানিয়েছিল, ভারতে আয়োজিত সদ্য শেষ হওয়া বিশ্বকাপ ক্রিকেটেও পাকিস্তান অংশগ্রহণ করেছে। কাজেই ভারতেরও উচিত পাকিস্তানে এসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেওয়া।

এদিকে জয় শাহ আইসিসির চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফির জটিলতা নিয়ে কোনও মন্তব্য করেননি। বরঞ্চ তাঁর বার্তায় বিশেষ গুরুত্ব পেয়েছিল লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ক্রিকেটের অন্তর্ভূক্তির বিষয়টি। পাশাপাশি উঠে এসেছিল মহিলাদের ক্রিকেটের সঙ্গে আরও বেশি করে অন্তর্ভূক্তিকরণের ব্যাপারটিও।

এদিকে সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামিকাল আইসিসির চেয়ারম্যানের একটি বৈঠকের ডাক দিয়েছেন। ভার্চুয়ালি হলেও সেই সভাতে নির্দিষ্ট কোনও এজেন্ডা ছাড়াই যে বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা হতে পারে তা হল চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটানো।

এদিকে বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির বৈঠক তখনই হওয়ার সম্ভাবনা রয়েছে, যখন কি না পিসিবি প্রধান হাইব্রিড মডেল মেনে নেবেন।

বিশেষ সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যদি একান্ত হাইব্রিড মডেল পাকিস্তান না মেনে নেয়, তাহলে হয়তো শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্তও নিতে পারে আইসিসি। শোনা যাচ্ছে যে সেক্ষেত্রে হয়তো পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি স্থানান্তরিতও হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়, তা অবশ্য সময়ই বলবে।